- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১১, ২০২৩
এশিয়ান ইন্ডোর অ্যাথলেটিক্সে স্বপ্নার রুপো, তাজিন্দারের সোনা

কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শটপাটে সোনা জিতলেন ভারতের তাজিন্দার পাল সিং টুর। সোনা জয়ের পথে তিনি নিজের ব্যক্তিগত রেকর্ড ভেঙেছেন। তাজিন্দার পাল সিং তুর ছুঁড়েছেন ১৯.৮৯ মিটার। এর আগে তাঁর ব্যক্তিগত রেকর্ড ছিল ১৯.১৮ মিটার। তাজিন্দার পাল সিং ছাড়াও মহিলাদের পেন্টাথলনে রুপো জিতেছেন বাংলার স্বপ্না বর্মন। তিনি মোট ৪১১৯ পয়েন্ট সংগ্রহ করে রুপো জিতেছেন।
এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জয় নতুন নয় তাজিন্দার পাল সিং তুরের কাছে। ২০১৮ তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইন্ডোর চ্যাম্পিয়নশিপে ১৯.১৮ মিটার ছুঁড়ে রুপো জিতেছিলেন। এবার তিনি নিজের সেই রেকর্ড ভেঙে দিয়ে সোনা জিতলেন। এছাড়া ২০১৮ সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন তাজিন্দার পাল সিং।
এবারের এশিয়ান আউটডোর চ্যাম্পিয়নশিপে প্রথম প্রচেষ্টা ফাউল করেছিলেন তাজিন্দার পাল। তৃতীয় এবং পঞ্চম প্রচেষ্টায় তিনি ১৯.৪৯ মিটার ছুঁড়েছিলেন।
অন্যদিকে, পেন্টাথলনে নতুন জাতীয় ইন্ডোর রেকর্ড গড়েছেন স্বপ্ন বর্মন। তিনি রুপো জয়ের পথে সংগ্রহ করেছেন ৪১১৯ পয়েন্ট। ৬০ মিটার দৌড়ে ৮.৬৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। হাইজাম্পে ১.৭৫ মিটার লাফিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। লংজাম্পে ৫.৯১ মিটার লাফ দিয়ে দ্বিতীয় হন। শটপাটে ১২.১৩ মিটার ছুঁড়ে পঞ্চম হন। ভারতের সোমিয়া মুরুগান ৩৬৫৪ পয়েন্ট পেয়ে অষ্টম স্থান লাভ করেন।
পুরুষদের ট্রিপল জাম্পে রুপো জিতেছেন ভারতের প্রবীণ চিত্রভেল। তিনি ১৬.৯৮ মিটার লাফ দিয়ে রুপো জেতেন। এটা নতুন জাতীয় রেকর্ড। এই বিভাগে সোনা জিতেছেন চীনের ফাং কিং। তিনি লাফান ১৭.২০ মিটার।
❤ Support Us