Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৭, ২০২৩

এশিয়ান প্যারা গেমসে ভারতের ঘরে ৯৯ পদক

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়ান প্যারা গেমসে ভারতের ঘরে ৯৯ পদক

মাসখানেক আগে এশিয়ান গেমসে ১০০-র বেশি পদক জিতে চমক দিয়েছিলেন ভারতীয় অ্যাথলিটরা। এশিয়ান প্যারা গেমসেও দেশের মুখ উজ্জ্বল করলেন প্যারা অ্যাথলিটরা। ইতিমধ্যেই ভারতের ঝুলিতে ৯৯ পদক। ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। ২০১৮ জাকার্তা প্যারা গেমসে ৭২টি পদক জিতেছিল ভারত। এবার সেই রেকর্ড ভেঙে চুরমার।

হ্যাংঝৌয়ে শুক্রবার ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে এসএল থ্রি বিভাগে সোনা জিতেছেন প্রমোদ ভগত। এসএল সিক্সে রুপো জিতেছেন নীতেশ। পুরুষদের তিরন্দাজিতে ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে রুপো জিতেছেন রাকেশ কুমার। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে এসইউ ফাইভে সোনা জিতেছেন তুলসীমতি। পুরুষদের সিঙ্গলসে এসএইচ সিক্সে রুপো জিতেছেন কৃষ্ণ নাগর।

পুরুষদের ১৫০০ মিটার রেসে টি ৩৮-এ সোনা জিতেছেন রমন শর্মা। শুক্রবার দিনের প্রথম পদকটি নিশ্চিত করেন তিরন্দাজ শীতল দেবী। মহিলাদের কম্পাউন্ড ওপেন বিভাগে তিনি সোনা জিতেছেন। মহিলাদের ডিসকাস থ্রো-তে এফ৩৭/৩৮-এ ব্রোঞ্জ জিতেছেন লক্ষ্মী। পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৫৪-এ ব্রোঞ্জ জিতেছেন লক্ষিত। পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৫৪-তে রুপো জিতেছেন প্রদীপ কুমার। ব্রোঞ্জ জিতেছেন অভিষেক চামোলি।

বৃহস্পতিবার ভারতের পদক জয়েরসংখ্যা ছিল ৮২। আজ সকাল থেকেই একের পর এক ক্রীড়াক্ষেত্রে সাফল্য সুনিশ্চিত করছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ইতিমধ্যেই ৯৯টি পদক ঘরে তুলেছে। এর মধ্যে ২৫টি সোনা, ২৯টি রুপো ও ৪৫টি ব্রোঞ্জ। পদক তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। আরও একাধিক ইভেন্টে ভারতের পদক জয়ের সম্ভাবনা রয়েছে। ফলে শতাধিক পদক আসতেই পারে। এশিয়ান প্যারা গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!