Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৫, ২০২৪

প্যারিসে ইতিহাস বদলানোর আশা আসামের লভলিনা বরগোহাইনের

আরম্ভ ওয়েব ডেস্ক
প্যারিসে ইতিহাস বদলানোর আশা আসামের লভলিনা বরগোহাইনের

গত চারটি অলিম্পিক থেকে ভারতীয় বক্সাররা তিনটিতে একটি করে পদক জিততে সক্ষম হয়েছেন। কিন্তু কোনও বক্সারেরই দুটি করে অলিম্পিক পদক জেতার নজির নেই। প্যারিস অলিম্পিকে সেই বিরল কৃতিত্ব অর্জন করার জন্য মুখিয়ে রয়েছেন লভলিনা বরগোহাইন। ইতিহাস বদলে দেওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। ৭৫ কেজি বিভাগে তিনি আবার প্যারিস অলিম্পিকে বাউটে নামবেন।
২০০৮ সালে বেজিং অলিম্পিকে বক্সিংয়ে প্রথম ভারতীয় হিসেবে পদক জেতেন বিজেন্দর সিং। ২০১২ অলিম্পিকে মেরি কম লন্ডনে ব্রোঞ্জ জেতেন। ২০১৬ রিও অলিম্পিকে বক্সিং থেকে কোনও পদক আসেনি। ২০২১ টোকিও অলিম্পিকে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন লভলিনা। তাঁর সামনে বিরল কৃতিত্ব অর্জনের সুযোগ। প্রথম ভারতীয় বক্সার হিসেবে অলিম্পিকে দু–দুটি পদক জেতার।
২৬ বছর বয়সী আসামের এই বক্সার আশাবাদী। বিরল কৃতিত্ব অর্জনের ব্যাপারে লভলিনা বলেন, ‘‌কোনও ভারতীয় বক্সার দুটি অলিম্পিক পদক জেতেনি। তার মানে এই নয় যে, এটা সম্ভব নয়। আমি আত্মবিশ্বাসী। সর্বশ্রেষ্ঠ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা আমাকে প্যারিস অলিম্পিকে পদক জয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে।’‌ তিনি আরও বলেন, ‘‌টোকিও অলিম্পিক আমার কাছে অনন্য অভিজ্ঞতা ছিল। অলিম্পিকের মতো পর্যায়ে অনেক স্নায়ুচাপ ছিল। তবে এবার চাপমুক্ত হয়ে আমি প্যারিস যাব। অলিম্পিকের আসরে বিশ্বের সেরাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করাটা গোটা দেশের প্রত্যাশার চাপ বাড়িয়ে দেয়।’‌
ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন অলিম্পিক থেকে ৬৯ কেজি বাদ দেওয়ার পরে ২০২২ সালে ৬৯ কেজি বিভাগ থেকে ৭৫ কেজিতে উঠে আসেন লভলিনা। তারপর এশিয়ান এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একটি করে সোনা জিতেছেন। হাংঝৌ এশিয়ান গেমসে রুপো জেতেন। অর্থাৎ নতুন বিভাগেও সপ্রতিভ এই ভারতীয় বক্সার। তিনি বলেন, ‘‌নতুন ওজন বিভাগে ভাল শুরু হয়েছে। শরীর এবং মন এখন স্থির। তিনটি প্রতিযোগিতায় সাফল্য অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে।’‌
লভলিনা ছাড়াও, নিখাত জারিন (৫০ কেজি), প্রীতি পাওয়ার (৫৪ কেজি), এবং পরভিন হুডা (৫৭ কেজি) প্যারিসের টিকিট পেয়েছেন। আগামী মাসে (২৫ মে–২ জুন) ব্যাংককে বিশ্ব বাছাইপর্বের টুর্নামেন্টটি হবে শেষ প্যারিস বাছাইপর্ব। চলতি মাসের শুরুর দিকে, প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পাওয়া অন্যান্য বক্সারদের সাথে লড়াই করেছিলেন। যেখানে ইতালি এবং তুরস্কের বক্সাররা ছিলেন। লভলিনার কাছে এটা দারুণ অভিজ্ঞতা ছিল। অলিম্পিকে তাংর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মেপে নেওয়ার আদর্শ সুযোগ পেয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!