Advertisement
  • দে । শ
  • জুন ৭, ২০২৪

ভোট মিটতেই আবার ভোট ! বাংলার কোন কোন আসনে হবে উপনির্বাচন ?

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোট মিটতেই আবার ভোট ! বাংলার কোন কোন আসনে হবে উপনির্বাচন ?

পদ্ম আর ঘাসফুল, দুই শিবিরই ২০২৪ এর লোকসভা নির্বাচনে দলীয় বিধায়কদের প্রার্থী করেছিল । কেউ কেউ জিতেছেন । পরাজিতও হয়েছেন কয়েকজন । সেই তালিকা অনুযায়ী রাজ্যের ১০ বিধানসভায় উপনির্বাচন করতে হবে।

কোচবিহারের জয়ী তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া ছিলেন সিতাইয়ের বিধায়ক । লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকে পরাস্ত করে দিল্লি দরবারে সুনিশ্চিত করেছেন নিজের স্থান। সাংসদ হিসেবে শপথ নেওয়ার আগে তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে। তেমনি আলুপুরদুয়ারের বিজেপির জয়ী প্রার্থী মনোজ টিগ্গা ছিলেন মাদারিহাটের বিধায়ক। ফলে তার আসনেও উপনির্বাচন করতে হবে । ব্যারাকপুর থেকে জিতেছেন পার্থ ভৌমিক, তাঁর বিধানসভা নৈহাটি আসনেও হবে নির্বাচন । লোকসভায় বাঁকুড়া কেন্দ্রে জিতেছেন, তৃণমূলের তালড্যাংড়ার বিধায়ক অরূপ চক্রবর্তী, মেদিনীপুরে জিতেছেন শাসকদলের প্রার্থী জুন মালিয়া, হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম জিতেছেন বসিরহাট আসনে। ফলে এই তিন বিধায়ককেই সংসদে শপথ নেওয়ার আগে নিজেদের বিধায়ক পদে ইস্তফা দিতে হবে, আগামী ছয়মাসের মধ্যে উপনির্বাচন করতে হবে সেখানে । এরমধ্যে হাজি নুরুল ইসলাম এর আগে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত লোকসভায় সাংসদ ছিলেন ।

অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে দলবদল করে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বাগদার বিশ্বজিৎ দাস এবং রাণাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী । তিনজনেই পরাজিত হয়েছেন, কিন্তু যেহেতু পদ্ম শিবির থেকে তাঁরা তৃণমূলে এসেছিলেন, তাই বিধায়ক পদে তাঁরা ইস্তফা দিয়েছিলেন আগেই । ওই তিন বিধানসভাই ছিল বিজেপির । উপনির্বাচনে সেখানে শিবির বদলের প্রার্থীদের ফের টিকিট দেবে কিনা তৃণমূল, সেটা দেখার । কলকাতায় মানিকতলা বিধান সভার বিধায়ক সাধন পান্ডের মৃত্যুর পর আসনটি শূন্য। ২০২১ সালের নির্বাচনে গণণায় কারচুপির অভিযোগ করে আদালতে মামলা করেন বিজেপি বিধায়ক কল্যান চৌবে। সেই মামলা খারিজ হয়েছে আদালতে, ফলে উপনির্বাচনের ক্ষেত্রে এই আসনেও কোনো আইনি বাধা রইল না।

গোটা রাজ্যে মোট দশটি আসনে উপনির্বাচন করতে হবে। এরমধ্যে চারটি বিধানসভা ছিল বিজেপির দখলে। ছয়টি আসন ছিল ঘাসফুল শিবিরের। আসন্ন উপনির্বাচনে জনসমর্থন আদায়ে বিজেপি কী পারবে নিজেদের পালে হাওয়া ঘোরতে, না ওই দশ আসনেও উঠবে সবুজ ঝড় সেটাই দেখার। বাম, কংগ্রেস, আইএসএফ উপনির্বাচনে প্রার্থী দেবে কিনা তা এখনো জানা যায়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!