Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৯, ২০২৪

জেলায় বহু স্কুলে শিক্ষক সঙ্কট, হাল ধরতে ভরসা পার্শ্ব শিক্ষকরা

আরম্ভ ওয়েব ডেস্ক
জেলায় বহু স্কুলে শিক্ষক সঙ্কট, হাল ধরতে ভরসা পার্শ্ব শিক্ষকরা

আদালতের রায়ে চাকরি সঙ্কটে বহু শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীর। এই রায়ে হতাশা পূর্ব বর্ধমান জেলার বহু স্কুলে। বাতিলের তালিকায় রয়েছে জেলার মোট ১৪৫০ জন। এই অবস্থায় সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ দুশ্চিন্তায়, বাতিলের তালিকায় থাকা শিক্ষক-শিক্ষিকারা যদি স্কুলে না আসেন, গরমের ছুটির পর স্কুল খুললে কীভাবে স্কুল চলবে ! এমনিতেই দীর্ঘদিন ধরে নানা কারণে আটকে রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এই অবস্থায় যে ক’জন শিক্ষক-শিক্ষিকাকে দিয়ে কোনওরকমে স্কুল চালানো  হচ্ছিল, তাদের মধ্যে কোর্টের রায়ে বাতিলের তালিকায় শিক্ষক-শিক্ষিকারা স্কুলে না এলে সব ক্লাসে নিয়মিত চালানোই দুষ্কর হয়ে উঠবে। অনেক স্কুলে উচ্চমাধ্যমিক স্তরে বিষয়ভিত্তিক একজন শিক্ষকই রয়েছেন। সেই শিক্ষকের চাকরি গেলে সেই বিষয়ে আর পড়ানোর কেউ থাকবে না। ফলে শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হবে। এই অবস্থায় স্কুলগুলি চালানোর জন্য প্রধান ভরসা পার্শ্বশিক্ষকরা।

জেলার শিক্ষামহলের অনেকেরই দাবি, স্কুল চালাতে অবিলম্বে পার্শ্বশিক্ষকদের সাম্মানিক ও অবসরের মেয়াদ আরও ৫ বছর বাড়ানো হোক। তাহলে পরিস্থিতি খানিকটা হলেও সামলানো যাবে। তবে বাতিলের তালিকায় থাকা ‘যোগ্য’রা বলছেন, ‘আমাদের বড় ভরসার জায়গা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি নিশ্চিতভাবেই একটা কিছু সুরাহা করবেন।’
আর কোর্টের রায়ে যোগ্যরাও বাতিলের তালিকায় চলে যাওয়ায় ক্ষোভ ছড়াচ্ছে। তালিকাভুক্ত এক ইংরেজি শিক্ষক বলছিলেন, ‘ওয়েবসাইটে আমার ওএমআর শিট দেওয়া হয়েছিল। তাতেতো পরিষ্কার আমি যোগ্য। এখন ৫ বছর চাকরি করার পর অযোগ্য হয়ে গেলাম?’ অনেক ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকার কথায়, ‘এর পর লোকসমাজে মুখ দেখাব কীভাবে!’ আবার মাইনের টাকা সুদসমেত ফেরাবেন কীভাবে, সেই দুশ্চিন্তাতেও ঘুম ছুটেছে অনেকের। পূর্ব বর্ধমান জেলায় যাদের চাকরি ‘সঙ্কটে’, সেই তালিকায় শুধু তৃণমূল পরিবারের সদস্যরাই নন, বিজেপি, সিপিএম, কংগ্রেস পরিবারের লোকজনও রয়েছেন। তবে জেলা শিক্ষা দপ্তর সূত্রের খবর, এখনও কোনও লিখিত নির্দেশিকা এসে পৌঁছয়নি। কালনা মহকুমা সহকারী পরিদর্শক জহরলাল প্রামাণিক জানান, ‘লিখিত নির্দেশ এলে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!