Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • অক্টোবর ২৭, ২০২৩

চাঁদের শিলাখণ্ডই প্রদক্ষিণ করছে পৃথিবীকে, অ্যারিজোনার গবেষণায় নতুন তথ্য

আরম্ভ ওয়েব ডেস্ক
চাঁদের শিলাখণ্ডই প্রদক্ষিণ করছে পৃথিবীকে, অ্যারিজোনার গবেষণায় নতুন তথ্য

পৃথিবীকে দীর্ঘদিন ধরে প্রদক্ষিণ করে চলেছে একটা গ্রহাণু। এই গ্রহাণুটি আসলে চাঁদের একটা অংশ। এক গবেষণার মাধ্যমে এই তথ্য সামনে এসেছে। গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে কামোওয়ালেওয়া। ‘কামোওয়ালেওয়া’ একটা হাওয়াইয়ান শব্দ। যার অর্থ দোলক খণ্ড।

মহাকাশীয় এই বস্তুটি একটা ফেরিস হুইল আকারের শিলাখণ্ড। যা প্রতি বছর এপ্রিল মাসে পৃথিবীর ১৪.৪ মিলিয়ন কিলোমিটারের মধ্যে প্রদক্ষিণ করে। লাইফ সাইন্স এই তথ্যটি জানিয়েছে। ২০১৬ সালে প্রথম এই গ্রহানুটি আবিষ্কৃত হয়েছিল এবং এটিকে আধা উপগ্রহ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। এই গ্রহাণুটি পৃথিবীর সঙ্গে সঙ্গে প্রদক্ষিণ করে এবং তার কক্ষপথ পৃথিবীর সঙ্গে আবদ্ধ। এই গ্রহাণুটি কখনোই পৃথিবী থেকে দূরে সরে যায় না। “নেচার” জার্নালে কামোয়ালেওয়ার চাঁদের বস্তু হিসেবে শ্রেণীবিভাগের বিস্তারিত গবেষণাটি প্রকাশিত হয়েছে।

২৩ অক্টোবর প্রকাশিত গবেষণাপত্রে বর্ণনা করা হয়েছে, একটা প্রাচীন গ্রহাণুর প্রভাব মহাকাশের শিলাকে তার বর্তমান গতিপথ থেকে সরিয়ে দিতে পারে। এবং সৌরজগতের চারপাশে চাঁদের আরো শিলাখণ্ড ভাসতে পারে। গবেষকরা গবেষণায় বলেছেন যে, চাঁদের সিলিকেটের সাথে বস্তুর প্রতিফলন বর্ণালীর মিল এবং পৃথিবীর মতো একই কক্ষপথে প্রদক্ষিণ করায় প্রমাণিত যে এটি চন্দ্রপৃষ্ঠ থেকে উদ্ভূত হয়েছে।

এই নতুন আবিষ্কারের প্রসঙ্গে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গ্রহবিজ্ঞানী রেনু মালহোত্রা একটি বিবৃতিতে বলেছেন, “আমরা প্রতিষ্ঠা করছি যে কামোয়ালেওয়ার সম্ভাব্য উৎস হল চাঁদ।” কামোয়ালেওয়ার অস্বাভাবিক বৈশিষ্ট্যর কারণে বিজ্ঞানীরা গবেষণাটি শুরু করেছিলেন। গবেষণায় তাঁরা দেখেছেন যে, গ্রহাণু দ্বারা নির্গত এবং শোষিত আলো ইঙ্গিত দেয় যে এটি সম্ভবত চাঁদের শিলা দিয়ে তৈরি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!