Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • এপ্রিল ৩০, ২০২৪

কোভিশিল্ড টিকা নিলে হতে পারে থ্রম্বোসিস, মানল নির্মাতা সংস্থা অ্যাস্ট্রোজেনেকা

আরম্ভ ওয়েব ডেস্ক
কোভিশিল্ড টিকা নিলে হতে পারে থ্রম্বোসিস, মানল নির্মাতা সংস্থা অ্যাস্ট্রোজেনেকা

অতিমারির টিকায় হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া, অবশেষে স্বীকার করে নিল কোভিশিল্ডের প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকা । অতিমারি রুখতে বিশ্ব জুড়ে এই টিকা দেওয়া হয়েছিল । তারপরই ব্রিটিশ ওষুধ নির্মাতার বিরুদ্ধে বেশ কয়েটি মামলা করে সেদেশেরই আবাসিকরা । সেই মামলার শুনানিতেই অবশেষে নির্মাতা সংস্থা জানিয়েছে কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে অন্যতম হল টিটিএস বা ‘থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম’।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই ভ্যাক্সিন ভারতে তৈরির দয়িত্বে ছিল সেরাম ইনস্টিটিউট । কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ইংল্যান্ড নিবাসী জেমি স্কট নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ওই টিকা নে্ওয়ার পর তিনি স্নায়ুরোগের শিকার হয়েছেন । রক্ত জমাট বেঁধে তাঁর ব্রেন ইনজুরি হয়েছে । এ নিয়ে তিনি ইউকের কোর্টে মামলাও করেন । তারপরই টিকা নির্মাতা সংস্থা স্বীকার করে, খুব বিরল হলেও কোভিশিল্ডে থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম হতে পারে । এতে রক্ত জমাট বেঁধে যায় এবং প্লেটলেট কাউন্টও কমে যায় । মূলত যাঁরা ভ্যাক্সজেভরিয়া বা অ্যাস্ট্রেজেনেকার টিকা নিয়েছেন তাঁদের ক্ষেত্রেই এই ধরনের রোগের ঝুঁকি আছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!