Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৩

উত্তর মেরু অভিযানের উদ্দেশে বাঙালি প্রবীনের পা। গন্তব্য, উত্তরের শীর্ষ শিখর

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তর মেরু অভিযানের উদ্দেশে বাঙালি প্রবীনের পা। গন্তব্য, উত্তরের শীর্ষ শিখর

মেরুদেশে পা রাখতে চলেছেন ৭০-এর বাঙালি প্রবীণ। সামনের সপ্তাহে বিশ্বের উত্তরতম বিন্দুর  উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন নৈহাটির বাসিন্দা করুণাপ্রসাদ মিত্র।

উত্তর মেরুতে সারা বছরই হাড় কাঁপানো ঠাণ্ডা। বরফের পুরু আস্তরণে আবৃত থাকে বিস্তীর্ণ এলাকা। সারা বছরই গড় তাপমাত্রা থাকে ০ ডিগ্রী থেকে মাইনাস ৩৪ ডিগ্রির মধ্যে। দুটো মরসুম গ্রীষ্ম ও শীত ছাড়া আর কোনো ঋতুর দেখা মেলে না। অত্যধিক বায়ুর চাপ। জনবসতিহীন এলাকা। এইরকম প্রতিকূল পরিবেশে রোমাঞ্চকর অভিযানের লোভ সামলাতে পারেন খুব কম অভিযাত্রী। বিভিন্ন সময়ে এসেছেন একাধিক পর্বতারোহী। এবার সেই তালিকায় নিজের নাম লেখাতে চলেছেন উত্তর ২৪ পরগণার করুণাপ্রসাদ মিত্র।

সত্তরোর্ধ প্রবীনের কাছে বয়স একটি সংখ্যা মাত্র। বহু বছর পর্বতারোহনের সঙ্গে নিজেকে যুক্ত । হিমালয় ছাড়াও, তানজানিয়া ও ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যথা মাউণ্ট কিলিমাঞ্জারো আর মাউণ্ট এলব্রুস ছুঁয়েছেন পুরসভার প্রাক্তন কর্মী। এখন তাঁর গন্তব্য পৃথিবীর উত্তরতম কেন্দ্র। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে , তিনি আপাতত নরওয়ের রাজধানী অসলোতে রয়েছেন। আগামী দুদিনের মধ্যে যাত্রা শুরু করবেন তিনি। প্রস্তুতি জোরদার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!