- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১৮, ২০২৩
খাইবার পাসে ভয়াবহ ভূমিধস ! ধ্বংসস্তূপের নীচে আটকে ২০ ট্রাক সহ বহু মানুষ। মৃত ২, বাড়তে পারে হতাহতের সংখ্যা
পাকিস্থানের ভয়াবহ ভূমিধস।ঘটনাটি ঘটেছে দেশের উত্তর-পশ্চিম অংশে খাইবার গিরিপথ সংলগ্ন প্রধান রাস্তায়। অন্তত ২০টি ট্রাক মাটির তলায় চলে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জনা গিয়েছে। উদ্ধারকার্য এখন চলছে। উদ্ধারকারীদের আশঙ্কা, বহু দেহ ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে।এখনো পর্যন্ত নিহত দুই। শেষ পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া গেলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
পাকিস্তানের খাইবার-পাখতুনওয়া প্রদেশে গিরিপথ সংলগ্ন মূল রাস্তায় বড়ো বড়ো পণ্যবাহী ট্রাক চলে । যেখান থেকে আফগান সীমান্ত খুব বেশি দূরে নয়। রাস্তাটি আফগানিস্তানের সঙ্গে পাকস্তানের সংযোগ স্থাপন করে। বাণিজ্যিক দিক থেকে সড়কটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। মঙ্গলবার ভোর রাতে বজ্র বিদ্যুত সহ ঝোড়ো বাতাসে ভূমি ধস নামলে রাস্তায় থাকা সমস্ত গাড়িগুলো দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় জেলা পুলিশের প্রধান আব্দুল নাসির খান জানিয়েছেন, ২০ থেকে ২৫ টি কন্টেনার ট্রাক চাপা পড়েছে। ক্ষয়ক্ষতি ব্যাপক। প্রচুর মানুষ আহত হয়েছেন। তাঁদেরকে অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এখনো অনেকে ধ্বংসস্তূপের এখনও অনেক মানুষ চাপা পড়ে রয়েছেন তাঁদের উদ্ধারের কাজ চলছে। যে দুজন মারা গেছেন, তাঁরা আফগানিস্তানের নাগরিক।
উদ্ধারকারী দলের মুখপাত্র বিলাল ফাইজি বলেছেন, ভোররাতে চালকরা ট্রাক থামিয়ে রাতে নিজেদের খাবার রান্নায় ব্যস্ত ছিলেন। তখনই ভূমিধসের ঘটনাটি ঘটে।
❤ Support Us