- দে । শ
- জানুয়ারি ১৮, ২০২২
আফগানিস্তানে পর পর ভূমিকম্প, মহিলা ও শিশু-সহ মৃত ২৬।

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের বাদগিস প্রদেশের কাদিস এলাকা। ভূকম্পনের জেরে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে ৫ মহিলা ও ৪ জন শিশু। বাড়ি ভেঙে পড়ার ফলেই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়দের আশঙ্কা।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট, সোমবার প্রথম কম্পন অনুভূত হয় দুপুরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩ । তার ঘণ্টা কয়েক পরেই দ্বিতীয় কম্পন দেখা দেয় । এর মাত্রা ছিল ৪.৯ । রিখটার স্কেলে কম্পনের মাত্রা তত বেশি না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। এলাকার বেশিরভাগ বাড়িই ভেঙে গিয়েছে। কিছু বাড়িতে ফাটলও ধরেছে। স্থানীয়রাই উদ্ধারকাজ চালাচ্ছেন । যে এলাকায় এই জোড়া ভূমিকম্প হয়েছে সেখানে সাধারণত খরা ও অনাবৃষ্টি দেখা দেয় । খাদ্যের অভাব প্রকট। তালিবানের উত্থানের আগে বিদেশি অনুদান মিলত । এখন তা বন্ধ। জোড়া ভূমিকম্প খাদ্য পরিস্থিতিতে আরো জটিল করে তুলতে পারে।
❤ Support Us