Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ২৬, ২০২২

করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৪

আরম্ভ ওয়েব ডেস্ক
করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৪

আবার বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান । মঙ্গলবার দুপুরে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল করাচি। পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে একটি গাড়ির ভিতরে রাখা বোমা ফেটে ওই বিস্ফোরণ ঘটেছে। চত্বরের অন্দরে কনফুসিয়াস ইনস্টিটিউটের একেবারে কাছেই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত বহু ।
জানা যাচ্ছে, নিহতদের মধ্যে দু’জন বিদেশি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি সাদা ভ্যানের ভিতরেই বিস্ফোরক ছিল। বিস্ফোরণের পরে দ্রুত এলাকা ঘিরে ফেলে উদ্ধারকারী দল। ভ্যানের মধ্যে অন্তত সাত থেকে আট জন ছিল বলে পুলিশ জানিয়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কত তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!