- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৪, ২০২৩
হায়দরাবাদকে টাইব্রেকারে হারিয়ে এএফসি কাপের ছাড়পত্র পেল মোহনবাগান
এএফসি কাপের বাছাই পর্বের প্লে অফ ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে মুলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল এটিকে মোহনবাগান। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলার ফল ছিল ১–১। টাইব্রেকারে ৩–১ ব্যবধানে জিতে তৃতীয়বার এএফসি কাপে খেলার ছাড়পত্র পেয়ে গেল এটিকে মোহনবাগান। টাইব্রেকারে সবুজ মেরুণের হয়ে গোল করেন পেত্রাতোস, লিস্টন ও কিয়ান। ম্যাকহিউয়ের শট আটকে দেন অনুজ। অন্যদিকে, হায়দরাবাদের হয়ে গোল করেন জোয়াও ভিক্টর। বাইরে মারেন তাভোরা, চিয়েনিজে ও ওজেই।
ম্যাচের শুরু থেকে দু’দলই সতর্ক ছিল। ১৯ মিনিটে প্রথম গোলের সুযোগ পায় হায়দরাবাদ এফসি। ইয়াসিরের সেন্টারে সরাসরি এটিকে মোহনবাগান গোলকিপার বিশাল কাইথের হাতে হেড করেন অ্যারেন। এক মিনিট পরেই এগিয়ে যায় এটিকে মোহনবাগান। হুগো বুমোসের মাইনাস থেকে গোল করেন দিমিত্রি পেত্রাতোস। এরপর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে হায়দরাবাদ এফসি। ৪২ মিনিটে ইয়াসিরের শট পোস্টে লেগে ফিরে আসে। অবশেষে ৪৪ মিনিটে সমতা ফেরায়। বাঁদিক থেকে বক্সের মধ্যে মাইনাস রেখেছিলেন বোরহা। ডানপায়ের শটে গোল করেন চিয়ানেজ।
দ্বিতীয়ার্ধে হায়দরাবাদের দাপট বেশি থাকলেও গোল করার মতো পজিটিভ সুযোগ তৈরি করতে পারছিল না। ৮৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল হায়দরাবাদ এফসি–র সামনে। ইয়াসির বক্সের মধ্যে ঢুকে গোললাইন থেকে মাইনাস করেছিলেন। অরক্ষিত রবি পা ছোঁয়ানোর আগেই বল বিপদমুক্ত করেন শুভাশিস বসু। ম্যাচের ইনজুরি সময়ে চিয়ানিজের সামনে আরও একটা গোল করা সুযোগ এসেছিল। কিন্তু তিনি বল জালে রাখতে পারেননি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও খেলার ফল ছিল ১–১। ম্যাচের ফয়সালা হয় টাইব্রেকারে।
❤ Support Us