শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
আইএসএলে ওডিশা এফসি–র বিরুদ্ধে এটিকে মোহনবাগানের পরিসংখ্যান বরাবরই ভাল। প্লে অফেও সেই রেকর্ড অক্ষুন্ন রাখল জুয়ান ফেরান্দোর দল। প্লে অফের দ্বিতীয় কোয়ালিফায়ারে ওডিশা এফসি–কে ২–০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। সেমিফাইনালে সামনে হায়দরাবাদ এফসি। এদিন সবুজমেরুণের হয়ে গোল দুটি করেন হুগো বুমোস ও দিমিত্রি পেত্রাতোস।
আগের ম্যাচের প্রথম একাদশে দুটি পরিবর্তন করে দল সাজিয়েছিলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। গালেগোর জায়গায় কার্ল ম্যাকহিউ ও গ্লেন মার্টিন্সের পরিবর্তে পুইটিয়া। ম্যাচের শুরু থেকেই ওডিশার চাপ বেশি ছিল। বারবার আক্রমণ তুলে নিয়ে এসে চাপে ফেলছিল সবুজমেরুণ রক্ষণকে। তার মাঝেই ১৬ মিনিটে এগিয়ো যাওয়ার সুযোগ এসেছিল এটিকে মোহনবাগানের সামনে। দিমিত্রি পেত্রাতোসের দুরন্ত ফ্রিকিকে হেড করেছিলেন কার্ল ম্যাকহিউ। বল বলে ঢোকার মুখে বাঁদিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে বাঁচান অমরিন্দার সিং।
ওডিশার সামনে প্রথম গোল করার সুযোগ এসেছিল ম্যাচের ২৮ মিনিটে। জেরির কাছ থেকে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন দিয়েগো মরিসিও। কিন্তু সামনে এটিকে মোহনবাগান গোলকিপার বিশাল কাইথকে একা পেয়েও বল জালে রাখতে পারেননি। অবশেষে ৩৫ মিনিটে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। পেত্রাতোসের কর্ণার ব্যাক ফিল করেছিলেন মনবীর সিং। সেই বল ধরে বাঁপায়ের জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন হুগো বুমোস।
দ্বিতীয়ার্ধের সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ওডিশা এফসি। শুরু থেকেই আক্রমণ প্রতি–আক্রমণে খেলা জমে উঠেছিল। ৪৮ মিনিটের মাথায় ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল এটিকে মোহনবাগানের সামনে। বাঁদিকে বল পেয়ে গতিতে উঠে গিয়ে বক্সের মধ্যে থেকে বাঁপায়ে দুরন্ত শট নিয়েছিলেন লিস্টন কোলাসো। তাঁর সেই শট ফিস্ট করে বাঁচান ওডিশা এফসি গোলকিপার অমরিন্দার সিং। ৫১ মিনিটে আবার সুযোগ এসে গিয়েছিল এটিকে মোহনবাগানের সামনে কিন্তু আশিস রাই সুযোগ কাজে লাগাতে পারেননি।
অবশেষে ৫৭ মিনিটে ব্যবধান বাড়ায় এটিকে মোহনবাগান। মাঝমাঠে বিপক্ষের এক ফুটবলারের কাছ থেকে বল কেড়ে নেন হুগো বুমোস। তিনি দেন কার্ল ম্যাকহিউকে। এরপর ম্যাকহিউ বাঁদিকে দেন পেত্রাতোসকে। ডান পায়ের কোনাকুনি শটে ব্যবধান বাড়ান পেত্রাতোস। ২ গোলে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি ওডিশা এফসি। ম্যাচের ইনজুরি সময়ে ৩–০ করার সুযোগ এসেছিল গ্যালেগোর সামনে। কিন্তু কাজে লাগাতে পারেননি।
এদিন ম্যাচের ৬০ মিনিটে মরিসিওর সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারান এটিকো মোহনবাগান গোলকিপার বিশাল কাইথ। শুশ্রুষার পর ৫ মিনিটের মাথায় জ্ঞান ফেরে। তাঁকে মাঠে রাখার ঝুঁকি নেননি ফেরান্দো। পরিবর্তে নামানো হয় আরশকে। পরে বিশাল কাইথকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34