- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ৪, ২০২৫
বিলাসপুরে মুখোমুখি দুই ট্রেন। দুর্ঘটনা এপর্যন্ত মৃত ৯, বাড়তে পারে হতাহতের সংখ্যা
প্রত্যক্ষদর্শীদের বয়ানে, লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। সেই সময় কোরবা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন একই লাইনে প্রবেশ করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে মালগাড়িটিকে। সংঘর্ষের অভিঘাতে ট্রেনের একাধিক কামরা লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে রেল আধিকারিক ও কর্মীরা। স্থানীয় প্রশাসনও নেমেছে ত্রাণ ও উদ্ধার তৎপরতায়।
জানা গিয়েছে, অন্তত দু’জন গুরুতরভাবে আহত হয়েছেন। যদিও সরকারি ভাবে হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি, বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী মৃতের সংখ্যা ন’এ পৌঁছেছে। আশঙ্কা, আরও বাড়তে পারে মৃত্যুর সংখ্যা।
দুর্ঘটনার পর আপাতত পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বহু ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি দূরপাল্লার ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে রেল কর্তৃপক্ষ উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।
রেল মন্ত্রক সূত্রে খবর, উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে সম্ভাব্য আহতদের চিকিৎসার জন্য।
❤ Support Us






