Advertisement
  • বি। দে । শ
  • মার্চ ৮, ২০২৪

আদিয়ালা কারাগারে সন্ত্রাসী হামলা। অল্পের জন্য রেহাই পেলেন ইমারন খান

আরম্ভ ওয়েব ডেস্ক
আদিয়ালা কারাগারে সন্ত্রাসী হামলা। অল্পের জন্য রেহাই পেলেন ইমারন খান

ইমরান খানকে রাখা আদিয়ালা কারাগারে সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ করেছে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং পুলিশ। বৃহস্পতিবার অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ নিয়ে তিনজন সন্ত্রাসী রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় আদিয়ালা কারাগারে হামলার চেষ্টা করে। এই ঘটনায় জড়িত তিনজনক গ্রেপ্তার করেছে সে দেশের নিরাপত্তা বাহিনী। তিনজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাওয়ালপিন্ডি পুলিশের এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সিসিডি–র সদস্যরা ও পুলিশ আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তিনজনই আফগানিস্তানের বাসিন্দা।’‌ গ্রেপ্তারের পর তাদের আরও তদন্তের জন্য অজ্ঞাত স্থানে স্থানান্তরিত করা হয়েছে।

রাওয়ালপিন্ডির নগর পুলিশ কর্তা সৈয়দ খালিদ হামদানি বলেন, ‘‌সন্ত্রাসীদের কাছ থেকে স্বয়ংক্রিয় ভারী অস্ত্র, গোলাবারুদ, হ্যান্ড গ্রেনেড, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ও কারাগারের মানচিত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ কারাগারের আশেপাশে তল্লাশি অভিযান চালাচ্ছে।’‌

আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। এছাড়া প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ও পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীও এই জেলে বন্দি রয়েছেন। ধারণ ক্ষমতার থেকে দ্বিগুণ বন্দীদের আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে বন্দী করে রাখা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!