Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ১৩, ২০২২

করোনা আবহেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে কাওয়ালির আসর।হামলা চালিয়ে অনুষ্ঠান বানচাল। অভিযোগ, ছাত্রলিগের বিরুদ্ধে ।

আরম্ভ ওয়েব ডেস্ক
করোনা আবহেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে কাওয়ালির আসর।হামলা চালিয়ে অনুষ্ঠান বানচাল। অভিযোগ, ছাত্রলিগের বিরুদ্ধে ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী ছাত্র-শিক্ষক মিলয়াতন চত্বরে (টিএসসি) কাওয়ালির আসর বসানো হয়েছিল । সে আসরে হামলা চালায় ক্ষমতাসীন আওয়ামি লিগের ছাত্রসংগঠন ছাত্রলিগ । এই অভিযোগ তুলেছেন অনুষ্ঠানের আয়োজকরা। অনুষ্ঠানে বাংলাদেশের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’র গান পরিবেশন করার কথা ছিল। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে, সাউন্ড সিস্টেম লোকজন অভিযোগ করেন,তাঁদের অনুষ্ঠানে যোগ দিতে নিষেধ করা হয়েছে । হঠাৎ কিছু সংখ্যক শ্রোতা ‘আগুন আগুন’ বলে চিৎকার করতে থাকে কিন্তু দেখা গেল কোথাও আগুন লাগেনি । অনুষ্ঠান শুরু করার চেষ্টা হচ্ছে । ইতিমধ্যে কিছু সংখ্যক যুবক অতর্কিতে হামলা চালায়। মঞ্চ ভেঙে ফেলে, মিউজিকের সরঞ্জাম ভাঙচুর করে । শিল্পী ও আয়োজকরাও প্রহূত হয়েছেন বলে অভিযোগ। ভাঙচুরের দৃশ্য ভিডিও করতে গেলে কয়েকজনের ফোন ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে ।

আয়োজকদের পক্ষ থেকে মীর হুযাইফা আল মামদুহ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিগের কর্মীরা এ হামলা চালিয়েছে । অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলিগ ।আয়োজকরা বলেছেন, হামলার সময় কোন সংগঠনের নাম ধরে স্লোগান দিয়ে হামলা চালানো হয়নি। অনুষ্ঠানটি যাতে না হয়, সেজন্য বুধবার থেকে নানাভাবে তাঁদের ওপর চাপ দেয়া হচ্ছিল।ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো কাওয়ালি গানের কনসার্ট আয়োজন হয়েছিল। দুই সপ্তাহ আগে অনুমতি নিয়েছিলেন উদ্যোক্তরা । হঠাৎ করোনাভাইরাস বাড়তে থাকায় তাঁদের অনুষ্ঠান বন্ধ রাখতে বলেছিল টিএসসি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বিবিসিকে বলেছেন, অনুষ্ঠানের অনুমতি আগে হয়েছিল। সংক্রমণ বূদ্ধির জন্যই অনুষ্ঠান বাতিল করতে বলা হয়।

 


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!