- দে । শ
- মে ২১, ২০২৪
গড়িয়ায় পঞ্চসায়র সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রচারে হামলা

প্রচারে বেড়িয়ে হামলার নিশানা হলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য । মঙ্গলবার গড়িয়ার পঞ্চসায়র এলাকায় প্রচার করছিলেন তিনি । শাসকদের মদতপুষ্ট দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ সিপিএম-এর ।
এদিন সকালে হুড খোলা জিপে গড়িয়ার পঞ্চসায়র এলাকায় প্রচারে বেরিয়েছিলেন সৃজন। সঙ্গে ছিলেন দলের কর্মী সমর্থকরা। আচমকাই সেই মিছিলকে লক্ষ্য করে দুষ্কৃতীরা ইট ছুড়তে শুরু করে । প্রচারের গাড়ি থেকে দলীয় পতাকা খুলে ফেলা হয়। এর আগেও সৃজন ভট্টাচার্যের ফ্লেস্ক ও ব্যানার ছেঁড়া হয়েছিল । উত্তপ্ত হয় পরিস্থিতি । ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাম প্রার্থী বলেন, বাস্তব পরিস্থিতিতে শঙ্কিত শাসকদল । হারের ভয়েই এভাবে বাধা দিচ্ছে।
❤ Support Us