- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১২, ২০২২
আইপিএল নিলাম অনুষ্ঠানে চাঞ্চল্য, আচমকা লুটিয়ে পড়লেন সঞ্চালক

আইপিএলের মেগা নিলামের মঞ্চে বড়সড় অঘটন। নিলামে ক্রিকেটারদের দর হাঁকতে হাঁকতেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন সঞ্চালক হিউ অ্যাডমিডাস। যার জেরে নির্ধারিত সময়ের আগেই মধ্যাহ্ন ভোজের বিরতি ঘোষণা করে দেওয়া হল।
বেঙ্গালুরুতে আজ এবং আগামী কাল চলবে আইপিএলের ১৫তম মরশুমের নিমাল। এই অনুষ্ঠানে এবারের সঞ্চালক হিউ অ্যাডমিডাস। অনুষ্ঠান ঠিকঠাক এগোচ্ছিল। বেলা ২টো ১৫ নাগাদ যখন শ্রীলঙ্কার তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম উঠেছে নিলামে । পাঞ্জাব ও হায়দরাবাদের মধ্যে দর কষাকষি চলছে ঠিক এমন সময় আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন হিউ । ঘটনার আকস্মিকতায় চমকে যান নিলামে উপস্থিত বিশিষ্টরা । অনেকে ছুটে গিয়ে তাঁকে তড়িঘড়ি তোলার চেষ্টা করেন।
এই ঘটনার পরই সম্প্রচারকারী চ্যানেলের তরফে জানানো হয় যে আপাতত মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হচ্ছে। কারণ হিউর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখছেন চিকিৎসকরা। পরে আবার তাদের তরফেই জানা যায়, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। বিরতির পর বেলা সাড়ে ৩টেয় ফের শুরু হতে চলেছে নিলাম।আইপিএলের নিলাম নিয়ে প্রতিবারই উত্তেজনার পারদ চড়ে। কে কোন দলের জার্সি গায়ে চাপাবেন, তা জানতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। এবার তো আবার প্রথমবার নিলামে হাজির ১০টি দল। কুইন্টন ডি’কক, মহম্মদ শামিরা যেমন আসন্ন আইপিএলে খেলবেন নতুন দলের হয়ে। আবার আরসিবি, কেকেআর, পাঞ্জাবের মতো দলগুলি অধিনায়ক বেছে নেবেন এই নিলাম থেকেই। আর এই উত্তেজনার মধ্যে হঠাৎই হিউর লুটিয়ে পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে স্বস্তি আপাতত ভাল আছেন হিউ।
❤ Support Us