- দে । শ
- মে ২৪, ২০২৪
সন্দেশখালিতে এবার খুনের চক্রান্তের অডিও ফাঁস। বিড়ম্বনা বাড়ছে বিজেপির

নন্দীগ্রামে দলীয় সমর্থক খুনের ঘটনা নিয়ে বিজেপি ভোটের বাজারে তুলকালাম কান্ড ঘটাচ্ছ সেই সময় একটি অডিও তে সন্দেশখালিতে খুনের নিদান দিচ্ছে বিজেপির কোন দাদার নির্দেশে? আজ আবার একটি অডিও প্রকাশ্যে এসেছে, যেখানে সন্দেশখালির ঘটনা নিয়ে বিজেপির অভিসন্ধির ছক সামনে এসেছে। এমনকী খুন করার নির্দেশের কথাও সেখানে বলা হয়েছ। (এই অডিও –র সত্যতা যাচাই করেনি ‘আরম্ভ’ ডিজিটাল ডেস্ক।)
সেই অডিও–টিতে ৩ জনের কথপোকথন শোনা যাচ্ছে। তাদের মধ্যে একজন পিয়ালি দাস ওরফে মাম্পি, সুজয় মন্ডল (মাস্টার) ও আরও একজনের গলা পাওয়া যাচ্ছে। এখানে সুজয়কে বলতে শোনা যাচ্ছে, ‘শুভঙ্কর আমাকে মার্ডার করতেও বলেছিল। আন্দোলনের শুরুতেই শুভঙ্কর বলেছিল কলাগাছ কেটে ফেলতে হয় তাহলে কেটে দাও। দাদা বলে দিয়েছে। কলাগাছ হচ্ছে যদি কাউকে মার্ডার করতে হয়।’ অডিওতে শোনা যাচ্ছে, এই যে পিকাইকে নিয়ে এত কথা বলছে এত লোকে কতটা সত্যি, কতটা মিথ্যা আমরা তো জানি। এবার যদি পিকাই যদি সব সত্যি খুলে খুলে বলে মিডিয়ার সামনে? এবার যদি ও মুখ খোলে? ... তখন তো রাজ্য পুলিশ বা সিআইডি উঠে পড়ে লাগবে। তারা তো ফাঁকফোকড় খুঁজবে। অডিওতে শোনা যাচ্ছে, বিকাই যদি বলে আন্দোলনটা হয়েছিল জমি নিয়ে, জমি জবরদখল, লিজ টাকা না দেওয়া, লোকজনকে পেটা পেটি। আমরা এটা সাক্ষী ছিলাম। আমরা অ্যারেস্ট হয়ে যাবার পর মেয়েরা বিজেপির লোকেদের কথা শুনে এগুলো করেছে। কী কেস দাঁড়াবে বুঝতে পারছিস। শুভঙ্করের সব কল লিস্ট তো আছে। কললিস্ট বার করলে কল রেকর্ড বেরবে। এমনকী বিজেপি প্রার্থী রেখা পাত্রের মুখের দাগ যে উত্তম সর্দারের হাতে মার খেয়ে নয় তাও দাবি করছেন সুজয় মাস্টার। সুজয় কে বলতে শোনা যাচ্ছে ,‘যদি আমি মনে করি লাগব না এই প্রার্থী টার্থী জেলে ঢুকে যাবে।’ ১৮ মিনিট ৮ সেকেন্ডের এই অডিও সামনে আসার পর সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, গঙ্গাধর কয়ালের ভিডিও দেখে ছিলাম। আজকে একটা অডিও ক্লিপস শুনতে পেলাম যেখানে শুভঙ্কর, সুজয় মাস্টার, যে মাম্পি দাস গ্রেপ্তার হয়েছিল সেই মাম্পির সঙ্গে কথা বলছে বলছে দরকার হলে এখানে খুন করতে হবে। সন্দেশখালিতে বিজেপি রাজনৈতিক জমি দখলের জন্য বিজেপি কতখানি নিচ যড়যন্ত্রে লিপ্ত হতে পারে অডিও প্রমান করছে।’ সুকুমার বলেন, সন্দেশখালির প্রতিবাদী মুখ বলে যাকে বলা হচ্ছে সেই রেখা পাত্র মুখে যে দাগের কথা বলে হচ্ছে সেটাও নাকি নাটকীয় ভাবে তৈরি করা। এই অডিতে প্রমান হচ্ছে সন্দেশখালিতে নারী নির্যাতন হয়নি।’ তিনি বলেন, অডিও ক্লিপসে বলা হচ্ছে সন্দেশখালিতে তৃণমূলকে পরাজিত করতে শুবহ্কর বলতে ‘দাদার নির্দেশ’ খুনও করতে হতে পারে। দাদা আদেশ করেছেন এখানে খুন করে ফেল। এরকম জঘন্য নীচ যড়যন্ত্র বিজেপি করছে তা অডিও ক্লিপ থেকে বুঝতে পারলাম। সুকুমার মাহাতো প্রশ্ন তোলেন , ‘কে এই দাদা। এই দাদাকে প্রকাশ্যে আনা হোক। আইনের মাধ্যমে পুলিশের কাছে দাবি সেই দাদাকে সামনে আনা হোক। সেই দাদা বিজেপির কোন বড় নেতা হতে পারে, শুভেন্দু অধিকারি হতে পারেন, বা অন্য কেউ হতে পারে। আমার দাবি সেই দাদাকে সামনে আনা হোক। সন্দেশখালিতে এই চক্রান্তের কথা আমি আগেও বলেছি। বিজেপির ভয়ংকর ষড়যন্ত্রের প্রকৃত সত্য সামনে এসে গেছে। ভোটের আগেই এই অডিও বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে। বোঝা যাচ্ছে বিজেপির ভেতরে রেখা পাত্র নিয়ে অসন্তোষ রয়েছে এখনও। রেখাকে চাইছে না সন্দেশখালির বিজেপি নেতারাই। নইলে বিপদ জেনেও একটার পর একটা ভিডিও এবং সাম্প্রতিক অডিও আসলে তৃণমূলকে সুবিধা করে দেবে এটা দলের কর্মী ও নেতারা বিলক্ষণ জানেন। তা সত্বেও দলের বিড়ম্বনা বাড়িয়ে চলেছে বিজেপির নেতারা।
❤ Support Us