Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ৬, ২০২৩

‌চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে অসুস্থ আন সান সু কি–কে

আরম্ভ ওয়েব ডেস্ক
‌চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে অসুস্থ আন সান সু কি–কে

গুরুতর অসুস্থ মায়ানমারের প্রাক্তন নেত্রী আন সান সু কি। অসুস্থতা সত্ত্বেও তাঁকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। এমনই অভিযোগ জানিয়েছেন আন সান সু কি–র ছেলে কিম অ্যারিস। অ্যারিস বলেছেন, মায়ানমার সরকার তাঁর মায়ের জরুরি চিকিৎসার রাস্তা অবরুদ্ধ করেছে।
বিশেষ সূত্র থেকে জানা গেছে, প্রচণ্ড দাঁতের ব্যাথায় ৭৮ বছর বয়সী আন সান সু কি খেতে পারছেন না। তবে জান্তার একজন মুখপাত্র বলেছেন যে, সু কি ভাল আছেন এবং সামরিক ও বেসামরিক চিকিৎসকরা নিয়মিত তাঁর চেকআপ করছেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এক সামরিক অভ্যুত্থানের পর থেকে সু কি–কে জেলবন্দী করা হয়। এরপর জুলাই মাসে কারাগার থেকে সরিয়ে তাঁকে বার্মার রাজধানী নে পাই তাও–তে গৃহবন্দী করে রাখা হয়। তবে সু কি–কে কোথায় রাখা হয়েছে তা স্পষ্ট নয়। তাঁর ছেলে কিম অ্যারিস বিবিসি–কে বলেছেন, ‌‘‌একজন অসুস্থ বন্দীকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে রাখা নির্মম এবং নিষ্ঠুর।’‌ এই মুহূর্তে কিম অ্যারিস ইংল্যান্ডে রয়েছেন।
কিম অ্যারিস বলেছেন, ‘‌মায়ের যন্ত্রণাদায়ক মাড়ির রোগ আছে। ঠিকভাবে খেতে পারেন না। যদি উপযুক্ত চিকিৎসা না পান, তাহলে বেঁচে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।’‌ আন সান সু কি–র দীর্ঘদিনের পরিচিতরা বিবিসি বার্মিজকে বলেছেন যে, তাঁর মাড়ির দীর্ঘস্থায়ী রোগ রয়েছে এবং লো ব্লাডপ্রেসারে ভুগছেন। একটা সূত্র জানিয়েছে, নোবেলজয়ী এই নেত্রীকে নরম খাবারের পাশাপাশি দাঁতের ব্যাথা উপশম করার জন্য একটা জেলি দেওয়া হয়েছে। মায়ানমারের নির্বাসিত জাতীয় ঐক্য সরকার, দেশের সব রাজনৈতিক দলের জোট, সু কি’‌র মতো রাজনৈতিক বন্দীদের জন্য উপযুক্ত চিকিৎসা প্রদানের জন্য জান্তাকে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। বিশ্বের অনেক নেতা সু কি’‌র নিঃশর্ত মুক্তি চেয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!