- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৮, ২০২৪
মধুর প্রতিশোধ, টি২০ সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

প্রথম দুটি ম্যাচ জিতে টি২০ সিরিজ আগেই দখল করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচ জিতে পাকিস্তান মান বাঁচাতে পারে কিনা সেটাই ছিল দেখার। তৃতীয় ম্যাচেও উড়ে গেল পাকিস্তান। ৭ উইকেটে জিতে ৩–০ ব্যবধানে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। টি২০ সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে একদিনের সিরিজের পরাজয়ের মধুর প্রতিশোধ নিল অসিরা।
হোবার্টের বেলেরিভ ওভালে সিরিজের শেষ ম্যাচে খেলেননি অধিনায়ক মহম্মদ রিজওয়ান। পরিবর্তে দলকে নেতৃত্ব দিতে নামেন সহ–অধিনায়ক আগা সলমান। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক। দ্বিতীয় ওভারেই ধাক্কা। মহম্মদ রিজওয়ানের পরিবর্তে সাহিবজাদা ফারহানকে (৭ বলে ৯) তুলে নেন স্পেনসার জনসন। ১৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর আক্রমণাত্মক ব্যাটিং করে ৪৪ রানের জুটি গড়েন বাবর আজম ও হাসেবুল্লাহ খান।
সপ্তম ওভারে হাসেবুল্লাহকে (১৯ বলে ২৪) তুলে নিয়ে জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। পরের ওভারেই উসমান খানকে (৩) ফেরান অ্যারন হার্ডি। এক ওভার পরেই তুলে নেন আগা সলমানকে (১)। ৯১ রানের মাথায় আউট হন বাবর আজম (২৮ বলে ৪১)। এরপরই ধস নামে পাকিস্তান ইনিংসে। ইরফান খান (৮ বলে ১০), আব্বাস আফ্রিদি (১), জাহান্দাদ খান (৫) ব্যর্থ। শাহিন আফ্রিদি ১২ বলে করেন ১৬। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে অ্যারন হার্ডি ২১ রানে ৩টি, অ্যাডম জাম্পা ১১ রানে ২টি ও স্পেনসার জনসন ২৪ রানে ২টি উইকেট নেন।
জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার কাছে মোটেই কঠিন ছিল না। তৃতীয় ওভারে ম্যাথু শর্ট (২) আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি। ম্যাথু শর্টকে ফেরান শাহিন আফ্রিদি। ৩০ রানের মাথায় আউট হন জ্যাক ফ্রেজার–ম্যাকগার্ক (১১ বলে ১৮)। এরপর অস্ট্রেলিয়াকে জয়ের দিকে এগিয়ে দেন জশ ইংলিস ও মার্কাস স্টয়নিস। ২৭ বলে ২৭ রান করে আউট হন ইংলিস। ১১.২ বলে ১১৮ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ২৭ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন মার্কাস স্টয়নিস। মারেন ৫টি করে ৪ ও ৬। ম্যাচের সেরা হয়েছেন মার্কাস স্টয়নিস। সিরিজের সেরা স্পেনসার জনসন।
❤ Support Us