Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৪, ২০২৪

অস্ট্রেলিয়ার কাছে প্রথম টি২০ ম্যাচেই হার পাকিস্তানের

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ার কাছে প্রথম টি২০ ম্যাচেই হার পাকিস্তানের

প্রবল বজ্রপাত, সঙ্গে হালকা বৃষ্টি। মাঠে নামার উপায়ই ছিল না। ফলে অস্ট্রেলিয়া–পাকিস্তান প্রথম টি২০ ম্যাচ শুরু হয় অনেকটাই দেরিতে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে টি২০ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
একদিনের সিরিজে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। টি২০ সিরিজে প্রতিশোধ নেওয়ার সুযোগ। সেই লক্ষ্যেই এদিন মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। বৃষ্টির জন্য ম্যাচ দেরিতে শুরু হওয়ায় অভার সংখ্যা কমিয়ে ৭ করা হয়। টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে অস্ট্রেলিয়া। শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারেই তোলে ১৬। নাসিম শাহর পরের ওভারে প্রথম বলেই জ্যাক ফ্রেজার–ম্যাকগার্ককে (‌৯)‌ তুলে নিলেও ওই ওভারে দেন ১৭।

তৃতীয় ওভারে ম্যাথু শর্টকে (‌৭)‌ হ্যারিস রউফ তুলে নিলেও রান তোলার গতি কমেনি অস্ট্রেলিয়ার। ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। একদিনের সিরিজে চূড়ান্ত ব্যর্থ হওয়া এই ব্যাটার ১৯ বলে করেন ৪৩। মারেন ৫টি ৪, ৩টি ৬। টিম ডেভিড ৮ বলে করেন ১০। দুজনই আব্বাস আফ্রিদির শিকার। ৭ বলে ২১ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টয়নিস। ২ ওভারে ৩৭ রান দেন নাসিম, হ্যারিস ২১ রান, আফ্রিদি ২৫ রান।

জয়ের জন্য ৪২ বলে ৯৪ রান তোলাটা পাকিস্তানের কাছে যথেষ্ট কঠিন ছিল। কারণ দলে তেমন হার্ড হিটার নেই। যদিও প্রথম দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে আশা জাগিয়ে শুরু করেছিলেন শাহিবজাদা ফারহান (‌৪ বলে ৮)‌। ধরে রাখতে পারেননি। চতুর্থ বলেই আউট। পরের ওভারের প্রথম বলে ফেরেন মহম্মদ রিজওয়ান (‌০)‌। এরপর ধস নামে পাকিস্তান ইনিংসে। ৩.‌২ ওভারের মধ্যেই ২৪ রানে ৬ উইকেট। বাবর আজম (‌৩)‌, উসমান খান (‌৪)‌, আগা সলমান (‌৪)‌, ইরফান খানরা (‌০)‌ ব্যর্থ। হাসেবুল্লাহ খান (‌৮ বলে ১২)‌, আব্বাস আফ্রিদি (‌১০ বলে ২০)‌, শাহিন আফ্রিদিদের (‌৬ বলে ১১)‌ সৌজন্যে ৯ উইকেটে ৬৪ রানে পৌঁছয় পাকিস্তান। নাথান এলিস ও জেভিয়ের বার্টলেট ৩টি করে এবং অ্যাডাম জাম্পা ২টি উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!