Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১০, ২০২৩

ভারত-অস্ট্রেলিয়া বৈঠকে অভিবাসীদের নিরাপত্তা বিষয়ে প্রশ্ন মোদির।সহযোগিতার আশ্বাস অ্যালবানিজের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত-অস্ট্রেলিয়া বৈঠকে অভিবাসীদের নিরাপত্তা বিষয়ে প্রশ্ন মোদির।সহযোগিতার আশ্বাস অ্যালবানিজের

অস্ট্রেলিয়ায় অভিবাসী ভারতীয়দের নিরপত্তা সুনিশ্চিত করতে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভারতে সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে এক বৈঠকে এই প্রসঙ্গ উত্থাপন করেন তিনি ।

আর্থ সমাজিক, প্রতিরক্ষা, বাণিজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক দূঢ় করার প্রসঙ্গের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি তাঁর বক্তব্যে বলেন, অস্ট্রেলিয়ায় অভিবাসী হিসেবে অসংখ্য ভারতীয় বসবাস করেন । মোদির কথায়, গত কয়েক সপ্তাহ ধরে প্রায় নিয়মিতভাবে অস্ট্রেলিয়ার মন্দির ও ধর্ম প্রতিষ্ঠানে হামলার একাধিক ঘটনা ঘটেছে । ভারত স্বভাবতই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন । অ্যালবানিজ আশ্বাস দিয়েছেন, সেদেশে অভিবাসী ভারতীয়রা যাতে নিরাপদভাবে বসবাস করতে পারেন, এবিষয় সর্বাগ্রে বিবেচনা করবেন । পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে ।

প্রসঙ্গত, ২০২৩ সালের গোড়া থেকে অস্ট্রেলিয়ার একাধিক জায়গায় হিন্দু মন্দিরে দুষ্কৃতী হামলা চলেছে । এধরনের হামলা হয়েছে কারামে ডাউনসে শিব-বিষ্ণু মন্দিরে, মিল পার্ক এলাকার স্বামীনারায়ণ মন্দির, মেলবোর্নে ইসকনের হরেকৃষ্ণ মন্দিরেও হামলা চালিয়েছে দুষ্কৃতীরা । একইসঙ্গে ক্যানবেরার হিন্দু মন্দিরেও হামলা হয়েছে । ভারতীয় দূতাবাস ঘটনার তীব্র নিন্দা করেছে । সম্প্রতি ক্যানবেরায় হিন্দু মন্দিরে দুষ্কৃতী হামলার ঘটনার পরে ভারতীয় দূতাবাস বিবৃতি দিয়ে জানায়, দায় এড়িয়ে যাওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা ভারতের পক্ষে উদ্বেগজনক । এধরনের বিদ্বেষমূলক ঘটনা সামাজিক ভারসাম্যকেই ক্ষতিগ্রস্ত করবে ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজের সাম্প্রতিক ভারত সফর প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, এই সফরের ফলে দু’দেশের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক গতিশীল হবে । উল্লেখ্য, ভারতের সভাপতিত্বে চলা জি ২০ গোষ্ঠীর বৈঠকে যোগ দিতে ২০২৩ সালের সেপ্টেম্বরে ফের ভারতে সফরে আসার কথা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!