- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২, ২০২৪
ওয়ার্নারের জীবনের শেষ টেস্টে পাকিস্তান দলে নেই শাহিন আফ্রিদি
প্রথম দুটি টেস্ট হেরে আগেই সিরিজ হাতছাড়া। সিডনি টেস্ট জিতলে কিছুটা মান রক্ষা হবে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১৬ টেস্ট হারের পর জয়ের মুখ দেখবে। বুধবার শুরু হতে যাওয়া এইরকম গুরুত্বপূর্ণ টেস্টে পাকিস্তানের প্রথম একাদশে নেই শাহিন শাহ আফ্রিদি। প্রথম একাদশ থেকে বাদ পড়তে চলেছেন ওপেনার ইমাম–উল–হকও। তাঁর জায়গায় প্রথম একাদশে ঢুকবেন সায়েম আয়ুব।
শাহিন আফ্রিদি অবশ্য ফর্মের জন্য প্রথম একাদশ থেকে বাদ পড়ছেন না। তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে। এ মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ সিরিজ খেলবে পাকিস্তান। শাহিন আফ্রিদির ওপর যাতে বেশি ধকল না পড়ে, সেই জন্যই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। তাছাড়া এবছর টি২০ বিশ্বকাপ রয়েছে। সেকথা মাথায় রেখে টি২০ ফরম্যাটের অধিনায়কের ওয়ার্কলোডের দিকে নজর রাখা হচ্ছে। সিডনিতে শাহিনের জায়গায় খেলবেন স্পিনার সাজিদ খান। প্রথম দুটি টেস্টে ভাগ্য তেমন সাহায্য করেনি শাহিনকে। দুর্দান্ত বোলিং করেও ২টি টেস্টে ৮ উইকেট পেয়েছেন।
ইমাম–উল–হককে অবশ্য ফর্মের জন্যই প্রথম একাদশে রাখা হচ্ছে না। সিরিজের প্রথম দুটি টেস্টের ৪ ইনিংসে মাত্র একটাই হাফ সেঞ্চুরি। পার্থ টেস্টের প্রথম ইনিংসে ৬২ রান করেছিলেন ইমাম। পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংস ও মেলবোর্ন টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ। তাঁর জায়গায় টেস্ট অভিষেক হতে চলেছে সায়েম আয়ুবের। ২১ বছর বয়সী এই তরুণ ওপেনার ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২৬ ইনিংসে রান করেছেন ১০৬৯। আক্রমণাত্মক ক্রিকেটার হিসেবেই পরিচিত সায়েম।
গত ২৯ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি পাকিস্তান। সিডনি টেস্ট তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তেমনই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের কাছেও। সিডনিতে ঘরের মাঠে জীবনের শেষ টেস্ট খেলতে নামছেন ওয়ার্নার। জীবনের শেষ টেস্টে ভাল কিছু করতে মরিয়া হবেন। একদিনের ক্রিকেট থেকেও অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই অসি ওপেনার। সিডনি টেস্টে পাকিস্তান প্রথম একাদশে দুটি পরিবর্তন করলেও অস্ট্রেলিয়ার প্রথম একাদশে কোনও বদল নেই।
পাকিস্তানের সাম্ভাব্য প্রথম একাদশ:
আবদুল্লাহ শফিক, সায়েম আয়ুব, শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, আগা সলমান, মীর হামজা, আমের জামাল, হাসান আলি ও সাজিদ খান।
অস্ট্রেলিয়ার সাম্ভাব্য প্রথম একাদশ:
ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।
❤ Support Us