- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৯, ২০২৪
মহিলাদের ক্রিকেটেও ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দাপট, দ্বিতীয় ম্যাচে ১২২ রানে উড়িয়ে সিরিজ জয়
৮ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট ইতিহাসে বিপর্যয়ের দিন হিসেবে নিশ্চিতভাবেই চিহ্নিত থাকবে। পুরুষ ও মহিলা, দুই ধরণের ক্রিকেটেই অস্ট্রেলিয়ার কাছে বিপর্যস্ত ভারত। রোহিত শর্মার দল গোলাপি বল টেস্টে যেমন বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়ার কাছে, তেমনই হরমনপ্রীত কাউরা উড়ে গেছেন একদিনের সিরিজে। দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে ১২২ রানে উড়িয়ে ৩ ম্যাচের সিরিজ ২–০ ব্যবধানে জিতে নিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে জিতেছিল ৫ উইকেটে।
দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের বোলারদের রীতিমতো ক্লাবস্তরে নামিয়ে নিয়ে আসেন অসি ব্যাটাররা। ব্রিসবেনের অ্যালান বর্ডার গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। দুর্দান্ত শুরু করেছিলেন দুই অসি ওপেনার ফোবে লিচফিল্ড ও জর্জিয়া ভোল। ওপেনিং জুটিতে তোলেন ১৩০। রেণুকা সিং, সাইমা ঠাকোর, দীপ্তি শর্মারা এদিন কোনও প্রভাবই ফেলতে পারেননি। ১৯.২ ওভারের মাথায় জুটি ভাঙেন সাইমা। ফেরান লিচফিল্ডকে (৬৩ বলে ৬০)।
দ্বিতীয় উইকেটে আবার বড় জুটি গড়েন জর্জিয়া ভোল ও এলিসে পেরি। ২২২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৮৭ বলে ১০১ রান করে আউট হন জর্জিয়া ভোল। তিনিও সাইমার শিকার। জর্জিয়াকে তুলে নিয়ে স্বস্তি পায়নি ভারত। বেথ মুনির সঙ্গে আবার বড় জুটি গড়ে তোলেন এলিসে পেরি। দুরন্ত ব্যাটিং করে দীপ্তি শর্মার বলে পেরি (৭৫ বলে ১০৫) যখন আউট হন অস্ট্রেলিয়া ৪৩.৫ ওভারে ৩২০। শেষদিকে দ্রুত উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে ভারতের সামনে বিশাল রানের টার্গেট খাড়া করতে অসুবিধা হয়নি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৩৭১। বেথ মুনি করেন ৫৬। ভারতের হয়ে সাইমা ঠাকোর ৬২ রানে ৩ উইকেট নেন। ৭১ রানে ২ উইকেট নেন মিন্নু মনি।
জয়ের জন্য ৩৭২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারেই স্মৃতি মানধানার (৮ বলে ৯) উইকেট হারায় ভারত। তিন নম্বরে নামা হারলিন দেওলও (২২ বলে ১২) দলকে ভরসা দিতে পারেননি। ৪৫ রানে ২ উইকেট হারানোর পর ভারতকে এগিয়ে নিয়ে যান রিচা ঘোষ ও অধিনায়ক হরমনপ্রীত কাউর। দুজনের জুটিতে ওঠে ৬৫। ২২ তম ওভারের শেষ বলে আউট হন রিচা। ৭২ বলে তিনি করেন ৫৪। হরমনপ্রীত কাউর ও জেমাইমা রডরিগেজের জুটিতে ওঠে ৩৭। অস্ট্রেলিয়ার বিশাল রান তাড়া করতে গেলে একদিকে যেমন বড় জুটি গড়ার দরকার ছিল, তেমনই দ্রুত রান তুলতে হত। সেটাই পারেননি ভারতীয় ব্যাটাররা।
হরমনপ্রীত কাউর ও জেমাইমা রডরিগেজ ছিলেন ভারতের শেষ ভরসা। কিন্তু বড় রান করতে ব্যর্থ হন এই দুই ভারতীয় ব্যাটার। ৪২ বলে ৩৮ করে আউট হন হরমনপ্রীত। অন্যদিকে, ৩৯ বলে ৪৩ করেন জেমাইমা। ১৪ বলে ১০ রান করে আউট হন দীপ্তি শর্মা। পরের দিকে মিন্নু মনি কিছুটা লড়াই করেন। কিন্তু একেবারেই যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ২৪৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। মিন্নু মনি ৪৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড ৩৯ রানে ৪ উইকেট নেন।
❤ Support Us