- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৬, ২০২৩
বিশ্বকাপের লড়াইয়ে অস্তিত্ব রক্ষা, শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে প্রথম জয় অস্ট্রেলিয়ার

চলতি বিশ্বকাপে খুবই করুণ অবস্থা ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথম দুটি ম্যাচে হার। তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। হারলেই সেমিফাইনালে ওঠার রাস্তা রীতিমতো কঠিন হয়ে পড়বে। মরণবাঁচন ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল। অবশেষে শ্বাস নেওয়ার সুযোগ পেলেন প্যাট কামিন্সরা।
অস্ট্রেলিয়ার মতোই খারাপ অবস্থা শ্রীলঙ্কার। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে উড়ে দিয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে বড় রান করেও জয় অধরা থেকে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামের আগে শ্রীলঙ্কাকে আরও সমস্যায় ফেলে দিয়েছে অধিনায়ক দাসুন শনাকার চোট। বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শনাকা। নেতৃত্বে অভিজ্ঞ কুশল মেন্ডিস। তিনিও দলকে জয়ের রাস্তা দেখাতে পারলেন না।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। দারুণ শুরু করেছিলেন দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল পেরেরা। ওপেনিং জুটিতে ওঠে ১২৫। মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও হয়তো বড় ইনিংস গড়ে তুলবে শ্রীলঙ্কা। নিসাঙ্কাকে (৬৭ বলে ৬১) তুলে নিয়ে জুটি ভাঙেন প্যাট কামিন্স। কুশল পেরেরাকেও (৮২ বলে ৭৮) তুলে নেন কামিন্স। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ইনিংস। আসালঙ্কা (২৫) কিছুটা লড়াই করলেও মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ। ৪৩.৩ ওভারে ২০৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ইনিংসে ধস নামা অ্যাডাম জাম্পা। ৪৭ রানে তুলে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়ার মাথাব্যাথা ছিল মিচেল মার্শের ফর্ম। আগের দুটি ম্যাচে রান পাননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে অবশ্য ভরসা দিলেন। ডেভিড ওয়ার্নার (১১) ও স্টিভ স্মিথের (০) ব্যর্থতা কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। ওয়ার্নার ও স্মিথকে তুলে নিয়ে জোড়া ধাক্কা দিয়েছিলেন মাদুশঙ্কা। মার্শ (৫১ বলে ৫২) রান আউট হয়ে ফেরার পর অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান মার্নাস লাবুশেন ও জশ ইংলিস। ৫০ বলে ৪০ রান করে আউট হন লাবুশেন। তিনিও মাদুশঙ্কার শিকার। জশ ইংলিসকে ফেরান ওয়েল্লালাগে। ইংলিস করেন ৫৯ বলে ৫৮। এরপর অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন গ্লেন ম্যাক্সওয়েল (২১ বলে অপরাজিত ৩১) ও মার্কাস স্টয়নিস (১০ বলে ২০)। ৩৫.২ ওভারে ২১৫ তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ৩৮ রানে ৩ উইকেট নেন মাদুশঙ্কা।
❤ Support Us