Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৩, ২০২৩

পাকিস্তানে জন্ম বলে ভিসা দিতে আপত্তি!‌ জটিলতা কাটিয়ে ভারতে অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা

আরম্ভ ওয়েব ডেস্ক
পাকিস্তানে জন্ম বলে ভিসা দিতে আপত্তি!‌ জটিলতা কাটিয়ে ভারতে অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা

ভারতের বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার ও বুধবার দু’‌দলে ভাগ হয়ে ভারতে চলে এসেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কিন্তু ভিসা সমস্যার জন্য দলের সঙ্গে আসতে পারেননি উসমান খোয়াজা। তাঁর ভিসা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। অবশেষে জটিলতা কাটিয়ে তিনি ভারতে আসার ভিসা পেয়েছেন। আর ভারতে আসার জন্য বিমানে চেপে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন।
ভারত সফরে আসার জন্য অস্ট্রেলিয়ার অন্য ক্রিকেটারদের সঙ্গে উসমান খোয়াজারও ভিসার আবেদন করেছিসল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। বাকিদের ভিসা অনুমোদন করা হলেও উসমান খোয়াজাকে প্রথমে ভিসা দেওয়া হয়নি। তাই তিনি বাকি সতীর্থদের সঙ্গে আসতে পারেননি। অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ বুধবার সিডনি থেকে ভারতে আসার বিমান ধরেছিলেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করে খোয়াজা লেখেন, ‘‌ভারতের ভিসার জন্য অপেক্ষা করছি।’‌
এই প্রথম নয়, এর আগেও ভারতে আসার ভিসা পাওয়া নিয়ে জটিলতায় পড়তে হয়েছিল উসমান খোয়াজাকে। ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি২০ খেলতে আসার জন্য তাঁর ভিসার আবেদন প্রাথমিকভাবে নাকচ হয়ে গিয়েছিল। এরপর নিউ সাউথ ওয়েলস দলের তরফে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হয়। তারপর ভারতে আসার প্রয়োজনীয় অনুমতি পান পাকিস্তান বংশোদ্ভুত এই অস্ট্রেলিয়ান নাগরিক। উসমান খোয়াজার জন্ম পাকিস্তানে। কিন্তু তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। ২০১৩ ও ২০১৭ সালে ভারত সফরে এসেছিলেন। সেবারও তাঁর ভিসা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। অনেকের ধারণা পাকিস্তানে জন্ম বলে তাঁর ভিসা পাওয়া নিয়ে বারবার জটিলতা তৈরি হয়।
৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে বর্ডার-গাভাসকর ট্রফির চার টেস্টের সিরিজের প্রথম টেস্ট শুরু। তার আগে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার চার দিনের প্রস্তুতি শিবির চলছে। খোয়াজা বৃহস্পতিবারই বেঙ্গালুরু পৌঁছে যান। তারপর অনুশীলনেও নেমে পড়েন। ভারতে আসার আগে বিগ ব্যাশ লিগে খেলা ক্রিকেটাররা সিডনিতে দু-দিনের শিবিরে যোগ দেন। সেখানে ভারতের স্পিন সহায়ক উইকেটের কথা ভেবে চলে বিশেষ পিচে অনুশীলন। অবশ্য সেই শিবিরে খোয়াজা ছিলেন না।


  • Tags:

Read by: 66 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!