- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২, ২০২৪
ফিলিস্তিনিদের সমর্থন, দেশের প্রধানমন্ত্রীকে পাশে পেলেন উসমান খোয়াজা
ইজরায়েল–ফিলিস্তিন যুদ্ধে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষ। অধিকাংশই শিশু ও মহিলা। ইজরায়েলি সেনাবাহিনীর হামলায় সাধরণ মানুষের মৃত্যু নাড়িয়ে দিয়ে গেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খোয়াজার হৃদয়। গাজায় মানু্যের মৃত্যুর প্রতিবাদে মানবাধিকারের স্লোগান লেখা জুতো পরে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে চেয়েছিলেন খোয়াজা। আইসিসি অনুমতি দেয়নি। সেই থেকেই আইসিসি–র সঙ্গে সঙ্ঘাত শুরু খোয়াজার। আইসিসি–র সঙ্গে সঙ্ঘাতে এবার দেশের প্রধানমন্ত্রীকে পাশে পেলেন অস্ট্রেলিয়ার এই ওপেনার।
ফিলিস্তিনিদের ওপর ইজরায়েলের হামলা ও গাজায় অসংখ্য সাধারণ মানুষের মৃত্যুর প্রতিবাদ জানাতে উসমান খোয়াজা পদক্ষেপ নেওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ। আলবানিজ বলেন, ‘মানবিক মূল্যবোধের স্বার্থে উসমান খোয়াজা যে সাহস দেখিয়েছে তার জন্য ওকে অভিনন্দন জানাই। ওকে শুভেচ্ছা জানাতে চাই, কারণ খোয়াজা নিরীহ মানুষের পাশে রয়েছে। আমি খোয়াজার সিদ্ধান্তকে সন্মান ও সমর্থন করি।’
পাকিস্তানের বিরুদ্ধে পার্থে প্রথম টেস্টে ফিলিস্তিনিদের সমর্থনে জুতোতে ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ স্লোগান লিখে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা। আইসিসি অনুমতি দেয়নি। তবে আইসিসি–র বিরুদ্ধে লড়াইয়ের রাস্তা থেকে সরে আসেননি খোয়াজা। কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামায় আইসিসি–র শাস্তির কবলে পড়তে হয়েছে অস্ট্রেলিয়ার এই ওপেনারকে।
আইসিসি শোকজ করলেও দমে যাননি উসমান খোয়াজা। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে জুতোয় শান্তির প্রতীক পায়রার ছবি লাগিয়ে খেলতে চেয়েছিলেন খোয়াজা। এবারও আইসিসি দেয়নি। প্রতিবাদ জানাতে অন্য রকম উপায় বেছে নিয়েছিলেন খোয়াজা। নিজের দুই মেয়ে আয়েশা ও আয়লার নাম লেখা জুতো পরে ব্যাটিং করতে নামেন। খোয়াজা বলেছিলেন, ‘যখন আমি দেখি হাজার হাজার নিরপরাধ শিশু মারা যাচ্ছে, সেই জায়গায় আমি আমার দুই মেয়েকে কল্পনা করি। কী হতো যদি ওখানে ওরা থাকত?’ মেয়েদের নাম লেখা জুতো পরেই প্রতিবাদের রাস্তা বেছে নিলেন খোয়াজা।
সিডনিতে তৃতীয় টেস্ট খেলতে নামার আগে এই প্রসঙ্গে খোয়াজা বলেন, ‘এই জিনিসগুলি আমি ইচ্ছে করে করি না। এটা আমাকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করেছে। টেস্ট সিরিজের আগে শেফিল্ড শিল্ডে খেলছিলাম। আমার সত্যিই অনুপ্রেরণার অভাব ছিল। অসহায় মানুষের মৃত্যু আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে।’
❤ Support Us