- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২১, ২০২৪
নারীদের অধিকারের প্ৰশ্নে ফের আফগানিস্তান সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার
২০২১ সালে তালিবানরা ক্ষমতায় এসেই আফগানিস্তানে মহিলাদের খেলাধূলা নিষিদ্ধ ঘোষণা করেছিল। প্রতিবাদে আফগানিস্তানের বিরুদ্ধে সেই বছর নভেম্বরে হোবার্টে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের সিরিজ বাতিল করে দেয় অস্ট্রেলিয়া। গত বছর মার্চে আরব আমিরশাহীতেও আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতেও আপত্তি জানায় তারা। যুক্তি, তালিবানরা আফগানিস্তানে মহিলাদের অধিকার রক্ষা করছে না। এবার আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজও বাতিল করল অস্ট্রেলিয়া।
আইসিসি–র ফিউচার ট্যুর প্রোগ্রামে চলতি বছরের আগস্টে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। মঙ্গলবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই সিরিজ বাতিল করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তালিবান শাসিত আফগানিস্তানে মহিলা ও শিশুকন্যাদের আর্থসামাজিক অবস্থার অবনতি ঘটেছে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সরকারের পরামর্শ অনুসারে আফগানিস্তানের সঙ্গে টি ২০ সিরিজ বাতিল করা হয়েছে।’
এই নিয়ে তিন–তিনবার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া। একের পর এক সিরিজ বাতিল করায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ওপর বেজায় চটেছে আফগানিস্তান। অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ করেছে, সরকারের নীতি ক্রিকেট বোর্ডের ওপর চাপিয়ে না দেওয়ার জন্য। আফগানিস্তান ক্রিকেট বোর্ড চূড়ান্ত হতাশ। বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রিকেট বোর্ডের ওপর নিজেদের নীতি চাপিয়ে না দিয়ে বিভিন্ন অঞ্চলে ক্রিকেটের উন্নতিতে মনোযোগ দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তাদের উপস্থিতিতেই এই টি ২০ সিরিজের অনুমোদন করেছিল আইসিসি। তখন তারা সম্মতি দিয়েছিলেন। পূর্ণ সদস্য দেশ হিসেবে অস্ট্রেলিয়া নিজেদের অবস্থানকে আরেকটু সম্মান দেখাতে পারত। রাজনৈতিক চাপে প্রভাবান্বিত না হয়ে বিকল্প পথ খুঁজে বার করতে পারত।’
❤ Support Us