- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৫, ২০২৩
অভিষেক টেস্টে ৬ উইকেট আমের জামালের, ৫৬ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ড
১৯৬৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে অভিষেক টেস্টে ৬ উইকেট তুলে নিয়েছিলেন ভারতের সৈয়দ আবিদ আলি। ৫৬ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আবার কোনও ক্রিকেটার সেই রেকর্ড স্পর্শ করলেন। পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টে ৬ উইকেট তুলে নিলেন পাকিস্তানে আমের জামাল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল ৪৮৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে পাকিস্তান ২ উইকেট হারিয়ে তুলেছে ১৩২।
আগের দিনের ৫ উইকেটে ৩৪৬ রান হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ১৫ ও অ্যালেক্স ক্যারে ১৪ রান করে অপরাজিত ছিলেন। এদিন অ্যালেক্স ক্যারেকে (৩৪) তুলে নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে প্রথম আঘাত হানেন আমের জামাল। মিচেল স্টার্ককেও (১২) তুলে নেন তিনি। ক্রমশ সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন মিচেল মার্শ। সেঞ্চুরির মুখ থেকে তাঁকেও ফেরান জামাল। রীতিমতো একদিনের মেজাজে ব্যাট করে ১০৭ বলে ৯০ রান করেন মার্শ। প্যাট কামিন্সকে (৯) তুলে নিয়ে অভিষেক টেস্টেই ৫ উইকেটে পৌঁছে যান জামাল। তাঁর শেষ শিকার নাথান লায়ন (৫)।
২০.২ ওভার বোলিং করে ১১১ রানে ৬ উইকেট তুলে নেন আমের জামাল। পাকিস্তানের ১৪তম বোলার হিসেবে অভিষেক টেস্টে ৫ বা তার বেশি উইকেট তুলে নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন জামাল। অভিষেক টেস্টে পাকিস্তানী বোলারজের মধ্যে সেরা বোলিং মহম্মদ জাহিদের। ১৯৯৬ সালে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬৬ রানে ৭ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। পার্থে পাকিস্তানের আর এক অভিষেককারী বোলার খুররম শাহজাদ ৮৩ রানে পেয়েছেন ২ উইকেট। শাহিন আফ্রিদির ৯৬ রানে ১ উইকেট।
ব্যাট করতে নেমে দারুণ সতর্কভাবে শুরু করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম–উল–হক। অস্ট্রেলিয়ার জোরে বোলাররা জুটি ভাঙতে পারেননি। অবশেষে ৩৭তম ওভারের দ্বিতীয় বলে জুটি ভাঙেন স্পিনার নাথান লায়ন। ১২১ বলে ৪২ রান করে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে আউট হন আব্দুল্লাহ শফিক। এরপর পাকিস্তানকে টেনে নিয়ে যাচ্ছিলেন ইমাম-উল-হক ও অধিনায়ক শান মাসুদ। দিনের শেষ বেলায় আউট হন শান মাসুদ (৩০)। তাঁকে তুলে নেন মিচেল স্টার্ক। দ্বিতীয় দিনের শেষে পাকিস্তান তুলেছে ১৩২/২। ইমাম-উল-হক ৩৮ ও নৈশ প্রহরী খুররম শাহজাদ ৭ রান করে ক্রিজে রয়েছেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ৩৫৫ রানে এগিয়ে।
❤ Support Us