Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৪, ২০২৩

‌সমালোচকদের জবাব দিয়ে ওয়ার্নারের ১৬৪, অস্ট্রেলিয়া ৩৪৬/‌৫

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সমালোচকদের জবাব দিয়ে ওয়ার্নারের ১৬৪, অস্ট্রেলিয়া ৩৪৬/‌৫

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শেষেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন ডেভিড ওয়ার্নার। তাঁর ইচ্ছে সিডনিতে ঘরের মাঠে জীবনের শেষ টেস্ট খেলার। ওয়ার্নারের এই পরিকল্পমনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মিচেল জনসন। যদি প্রথম দুটি টেস্টে ব্যর্থ হন?‌ তাহলে কেন তাঁকে তৃতীয় টেস্ট খেলার সুযোগ দেওয়া হবে?‌ যাইহোক টিম ম্যানেজমেন্টের করুণা নিয়ে তৃতীয় টেস্টে দলে থাকতে হবে না ওয়ার্নারকে। প্রথম টেস্টে তাঁর দুরন্ত সেঞ্চুরিই পাকিস্তানের বিরুদ্ধে বড় রানের দিকে এগিয়ে দিল অস্ট্রেলিয়াকে।
পার্থে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। পার্থের বাউন্সি উইকেটের সুবিধা কাজে লাগাতে পারেননি পাকিস্তানের বোলাররা। তাঁদের অনভিজ্ঞতার সুযোগ নিয়ে প্রথম থেকেই ঘাড়ে চেপে বসেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা। ওয়ার্নারের ব্যাটে যেন বিশ্বকাপের ছন্দ। খোয়াজাও ক্রমশ নিজেকে মেলে ধরছিলেন। ওয়ার্নার ও খোয়াজার সেঞ্চুরির পার্টনারশিপ অস্ট্রেলিয়ার বড় রানের ভিত গড়ে দেয়।
মধ্যাহ্নভোজের বিরতির আগে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিকে টলাতে পারেননি পাকিস্তান বোলাররা। প্রথম সাফল্য আসে ৩০তম ওভারে। দলকে ব্রেক থ্রু এনে দেওয়ার দায়িত্ব তুলে নিতে হয়েছিল সেই শাহিন আফ্রিদিকেই। তাঁর সুইংয়ে পরাস্ত হয়ে উইকেটের পেছনে সরফরাজ আমেদের হাতে ক্যাচ দেন উসমান খোয়াজা (‌৪১)‌। খোয়াজা যখন আউট হন, অস্ট্রেলিয়ার রান ১২৬। এরপর সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। টেস্ট ক্রিকেটে ২৬টি সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। মার্নাস লাবুশেন (‌১৬)‌ দলকে ভরসা দিতে পারেননি। তাঁকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ফাহিম আশরাফ। ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়াকে ২০০ রানের গন্ডি পার করে দেন স্টিভ স্মিথ। চা পানের বিরতির সময় অস্ট্রেলিয়ার রান ছিল ২১০/‌২।
স্টিভ স্মিথের সঙ্গে জুটিতে ওয়ার্নার যোগ করেন ৭৯ রান। চা পানের বিরতির পর জুটি ভাঙেন খুররম শাহজাদ। তাঁর অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন স্মিথ (‌৩১)‌। এরপর ট্রাভিস হেডের সঙ্গে ওয়ার্নারের জুটিতে ওঠে ৬৬ রান। ৪০ রান করে আমের জামালের বলে আউট হন হেড।
সেঞ্চুরির পর দু’‌বার জীবন পান ওয়ার্নার।  দ্বিশতরানের দিকে এগোচ্ছিল। দিনের শেষ বেলায় জামালের বলে ইমাম উল হকের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়ার্নার। ১৬৪ রান করে তিনি সাজঘরে ফেরেন। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া তুলেছে ৫ উইকেটে ৩৪৬।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!