Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৩, ২০২৪

আমের জামালের অবিশ্বাস্য ব্যাটিংয়ে মান বাঁচাল পাকিস্তান

আরম্ভ ওয়েব ডেস্ক
আমের জামালের অবিশ্বাস্য ব্যাটিংয়ে মান বাঁচাল পাকিস্তান

নাথান লায়নের মতো স্পিনারকে রিভার্স সুইপে ছক্কা !‌ এই রকম শট খেলতে গেলে বুকের পাটা থাকা চাই। সত্যিই সাহস আছে বটে আমের জামালের। তাঁর জন্যই চরম বিপর্যয় কাটিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাথা তুলে দাঁড়াতে পারল পাকিস্তান। কৃতিত্ব প্রাপ্য মহম্মদ রিজওয়ান, আগা সলমানেরও। বিপর্যয় কাটিয়ে দলকে ভিত গড়ার কাজটা গড়ে দিয়েছিলেন এই দুই ব্যাটার।

সিডনিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। স্কোর বোর্ডে কোনও রাট ওঠার আগেই সাজঘরের পথ ধরেন আব্দুল্লাহ শফিক (‌০)‌। টেস্ট অভিষেক সুখের হল না পাকিস্তানের তরুণ ওপেনার সায়েমের (‌০)‌ কাছে। পাকিস্তানের পঞ্চম ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে শূন্য রানে আউট হলেন। বাবার আজমও (‌২৬)‌ দলকে ভরসা দিতে পারেননি। সৌদ শাকিল করেন ৫। সাময়িক প্রতিরোধ গড়ে তোলেন শান মাসুদ ও মহম্মদ রিজওয়ান। ৩৫ রান করে শান মাসুদ যখন আউট হন পাকিস্তানের রান ৫ উইকেটে ৯৫।

মনে হচ্ছিল পাকিস্তান হয়তো ১৫০ রানেও পৌঁছতে পারবে না। এই সময় রুখে দাঁড়ান মহম্মদ রিজওয়ান ও আগা সলমান। দুজনেই কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যান। জুটিতে ওঠে ৯৪। ১০৩ বলে ৮৮ রান করে আউট হন রিজওয়ান। ১৫ রান করেন সাজিদ খান। মিচেল স্টার্কের বলে আউট হওয়ার আগে আগা সলমান ৬৭ বলে করেন ৫৩। হাসান আলি (‌০)‌ যখন আউট হন, পাকিস্তানের রান ৯ উইকেটে ২২৭।
চা পানের বিরতির পরের ২ ঘন্টা আমের জামালের। অস্ট্রেলিয়ার বোলারদের পাল্টা আক্রমণের রাস্তা বেছে নেন তিনি। রীতিমতো বিশেষজ্ঞ ব্যাটারের মতো ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যান। তাঁর ব্যাটিংয়ের সময় রক্ষণাত্মক ফিল্ডিং সাজাতে বাধ্য হন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। শর্ট বলের রাস্তায় হেঁটেও জামালকে কাবু করতে পারেননি অসি জোরে বোলাররা। ক্রিজ আঁকড়ে পড়ে থেকে জামালকে সাহায্য করেন মীর হামজাও। দুজনের জুটিতে ওঠে ৮৬। নাথান লায়নকে ছক্কা হাঁকাতে গিয়ে শেষ পর্যন্ত বাউন্ডারি লাইনে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে আউট হন জামাল। ৯৭ বলে তিনি করেন ৮২। মারেন ৯টি ৪ ও ৪টি ৬। ক্রিজে অমূল্য সময় কাটিয়ে ৪৩ বলে ৭ রান করে অপরাজিত থাকেন মীর হামজা। ৩১৩ রানে গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। ৬১ রানে ৫ উইকেট নেন প্যাট কামিন্স। দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৬ রান তুলেছে অস্ট্রেলিয়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!