- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৪, ২০২৪
কম আলো ও বৃষ্টি জমতে দিল না পাকিস্তান–অস্ট্রেলিয়া সিডনি টেস্টের দ্বিতীয় দিন
সিডনিতে পাকিস্তান–অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন জমে ওঠার সমস্ত রসদই মজুত ছিল। মেঘলা আবহাওয়ার জন্য ব্যাটারদের কাছে কাজটা একটু কঠিনই ছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। বৃষ্টি ও কম আলোর জন্য বৃহস্পতিবার পুরো খেলা হল না। মাত্র ৪৬ ওভা খেলা হল। দিনের শেষে অস্ট্রেলিয়া সতর্ক ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে তুলেছে ১১৬ রান। ক্রিজে রয়েছেন মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ।
প্রথম দিন চূড়ান্ত ব্যআটিং বিপর্যয় সামলে পাকিস্তানকে ৩১৩ রানে পৌঁছে দিয়েছিলেন আমের জামাল। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডদের সামলে দুরন্ত ব্যাটিং করেন পাকিস্তানের এই জোরে বোলার। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ১ ওভার খেলার সুযোগ পেয়েছিল। কোনও উইকেট না হারিয়ে তুলেছিল ৬। দ্বিতীয় দিন ৭০ রানের মাথায় প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। জীবনের শেষ টেস্ট খেলতে নামা ডেভিড ওয়ার্নার ৩৪ রান করে আগা সলমানের বলে স্লিপে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
মধ্যাহ্নভোজের বিরতির পর আউট হন উসমান খোয়াজা। মাত্র ৩ রানের জন্য হাফ সেঞ্চুরি হারান এই অসি ওপেনার। ৪৭ রান করে তিনি আমের জামালের বলে উইকেটের পেছনে মহম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন। মার্নাস লাবুশেনের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে তোলেন খোয়াজা। দ্বিতীয় সেশনে জলপানের বিরতির কিছুক্ষণ পর আলোর অভাবে খেলা বন্ধ হয়ে যায়। আম্পায়াররা পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে ডেকে কম আলোর কথা জানান। স্পিনারদের দিয়ে বল করানোর প্রস্তাব দেন। কিন্তু পাকিস্তান অধিনায়ক এক প্রান্ত থেকে জোরে বোলারদের দিয়ে বল করানোর কথা বলেন।
শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই চা পানের বিরতি দেন আম্পায়াররা। এরপর বৃষ্টি নামায় আর খেলা শুরু করা যায়নি। অস্ট্রেলিয়া ২ উইকেটে ১১৬ রানে থাকতে দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। লাবুশেন ২৩ ও স্মিথ ৬ রানে ক্রিজে রয়েছেন। পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন আগা সলমান ও আমের জামাল।
❤ Support Us