Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৩, ২০২৪

একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ, চাকা ঘোরানোর স্বপ্ন ব্যর্থ হরমনপ্রীতদের

আরম্ভ ওয়েব ডেস্ক
একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ, চাকা ঘোরানোর স্বপ্ন ব্যর্থ হরমনপ্রীতদের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েছিল ভারতীয় মহিলা দল। একদিনের ক্রিকেটেও চাকা ঘোরানোর স্বপ্ন দেখেছিলেন হরমনপ্রীত কাউররা। কিন্তু তাঁদের সেই স্বপ্নপূরণ হল না। একদিনের সিরিজে অসিদের কাছে হোয়াইটওয়াশ হতে হল ভারতকে। প্রথম দুটি একদিনের ম্যাচ জিতে আগেই সিরিজ দখল করেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে ভারতে গুড়িয়ে দিল ১৯০ রানে। ভারতের বিরুদ্ধে টানা ৯টি সিরিজ জয় অস্ট্রেলিয়ার।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। ব্যাটিং সহায়ক উইকেটে অস্ট্রেলিয়ার বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার ফোয়েবে লিচফিল্ড ও অধিনায়ক অ্যালিসা হিলি। ওপেনিং জুটিতে ওঠে ১৮৯। এটাই মহিলাদের ক্রিকেটে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। ২৯ তম ওভারের পঞ্চম বলে প্রথম ধাক্কা খায় অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলিকে তুলে নিয়ে জুটি ভাঙেন পূজা বস্ত্রকার। ৮৫ বলে ৮২ রান করে আউট হন হিলি। যেভাবে খেলছিলেন সেঞ্চুরি নিশ্চিত ছিল। পূজার বল লেগ সাইডে খেলতে গিয়ে ব্যাটে লেগে তারপর প্যাডে লেগে উইকেট ভেঙে দেয়।
লিচফিল্ড অবশ্য সেঞ্চুরি হাতছাড়া করেননি। ১২৫ বলে ১১৯ রান করে তিনি আউট হন। দীপ্তি শর্মার বলে তিনি হরমনপ্রীতের হাতে ক্যাচ দেন। লিচফিল্ড আউট হওয়ার আগেই ফিরে যান এলিসে পেরি (‌১৬)‌, বেথ মুনি (‌৩)‌ ও তাহলিয়া ম্যাকগ্রাথ। পরপর ২ বলে মুনি ও ম্যাকগ্রাথকে ফেরান শ্রেয়াঙ্কা পাটিল। গার্ডনার (‌৩০)‌, সাদারল্যান্ড (‌২৩)‌, অ্যালানা কিংদের (‌অপরাজিত ২৬)‌ সৌজন্যে ৫০ ওভারে ৩৩৮/‌৭ রানে পৌঁছয় অস্ট্রেলিয়া। ৫৭ রানে ৩ উইকেট নেন ৩ উইকেট।
সামনে বিশাল রানের টার্গেট দেখে চাপে পড়ে যায় ভারত। পঞ্চম ওভারে ফিরে যান যস্তিকা ভাটিয়া (‌৬)‌। স্মৃতি মান্ধানা ২৯ বলে ২৯ রান করে মেগান শুটের বলে আউট হন। তিনিভ ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন। আগের ম্যাচে দুরন্ত ব্যাটিং করা রিচা ঘোষ করেন ১৯। জেমাইমা রডরিগেজ (‌২৫)‌ ও দীপ্তি শর্মা ছাড়া ভারতের মিডল অর্ডারে আর কোনও ব্যাটার দাঁড়াতে পারেননি। বড় কোনও জুটি গড়ে তুলতে না পারায় ৩২.‌৪ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে জর্জিয়া ওয়ারহ্যাম ২৩ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন মেগান শুট, অ্যালানা কিং ও অ্যানাবেল সাদারল্যান্ড।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!