- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৯, ২০২৪
অ্যাডিলেডে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া
পার্থে প্রথম টেস্টে দুর্দান্ত জয় স্বপ্ন দেখিয়েছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। ভেবেছিল অ্যাডিলেডে সেয়ানে সেয়ানে লড়াই হবে। ভারতীয় সমর্থকদের স্বপ্নপূরণ হল না। গোলাপি বলের টেস্টে প্যাট কামিন্সদের কাছে অসহায় আত্মসমর্পন রোহিত শর্মাদের। দ্বিতীয় টেস্টে ভারতকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে দুরন্ত বোলিং করে ভারতকে ভাঙলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া প্রমাণ করে দিল, গোলাপি হলে তাঁর দক্ষতা প্রশ্নাতীত। বিদেশের মাটিতে দিন–রাতের টেস্ট অধরাই থেকে গেল ভারতের কাছে।
ভারত যে অ্যাডিলেড টেস্টে হারতে চলেছে, দ্বিতীয় দিনেই দেওয়াল লিখনটা পরিস্কার হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে ভারতের ১৮০ রানের জবাবে অস্ট্রেলিয়া তোলে ৩৩৭। সৌজন্যে ট্রাভিস হেডের বিধ্বংসী সেঞ্চুরি। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে তোলে ১২৮। ঋষভ পন্থ ২৮ ও নীতীশ কুমার রেড্ডি ১৫ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন ইনিংস কতটা টানতে পারে, সেটাই ছিল দেখার।
দিনের প্রথম ওভারেই ঋষভ পন্থ আউট। ২৫ তম ওভারের শেষ বল ডিফেন্স করতে গিয়ে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ঋষভ (৩১ বলে ২৮) ১২৮ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত। ৩০তম ওভারের চতুর্থ বলে ১৪৮ রানের মাথায় আউট হন রবিচন্দ্রন অশ্বিন (১৪ বলে ৭)। তাঁকে ফেরান প্যাট কামিন্স। এরপর হর্ষিত রানাকেও (০) তুলে নেন কামিন্স। ১৫৩ রানে অষ্টম উইকেট হারায় ভারত। এরপর নীতীশ কুমার রেড্ডি আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। শেষ পর্যন্ত ৪৭ বলে ৪২ রান করে কামিন্সের বলে আউট হন। এটাই কামিন্সের পঞ্চম শিকার। সিরাজকে (৭) তুলে নিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেন স্কট বোল্যান্ড। ৩৬.৫ ওভারে ১৭৫ রানে শেষ ভারত। প্যাট কামিন্স ১৪ ওভারে ৫৭ রানে ৫ উইকেট নেন। বোল্যান্ড ৮.৫ ওভারে ৫১ রান দিয়ে নিলেন ৩ উইকেট নেন৬০ রানে স্টার্কের ২ উইকেট।
জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯। চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। নাথান ম্যাকসুইনি ১২ বলে ১০ ও উসমান খোয়াজা ৮ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। অ্যাডিলেড ওভালে এই নিয়ে অস্ট্রেলিয়া ৮টি দিন–রাতের টেস্ট খেলল। জয় সব কটাতেই।
অ্যাডিলেডে জয়ের ফলে অস্ট্রেলিয়া আবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে পৌংছে গেল। আর ভারত নেমে গেল তিন নম্বরে। অস্ট্রেলিয়ার সাফল্যের হার ৬০.৭১ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ৫৯.২৬ শতাংশ। আর ভারতের সাফল্যের হার কমে হল ৫৭.২৯ শতাংশ। শ্রীলঙ্কা রয়েছে চার নম্বরে। তাদের সাফল্যের হার ইংল্যান্ড (৪৫.২৪) ও নিউজিল্যান্ড (৪৪.২৩) ফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে। শ্রীলঙ্কারও সম্ভাবনা কম। লড়াই মূলত অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে।
❤ Support Us