- দে । শ প্রচ্ছদ রচনা
- এপ্রিল ২৬, ২০২৩
অ্যান্টনির আমন্ত্রণে সিডনি যাচ্ছেন মোদি। ২৪ মে নিরাপত্তা সম্মেলনে মুখোমুখি চার দেশ
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানিয়েছেন, আগামী মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিডনিতে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে যোগ দিচ্ছেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও ওই বৈঠকে যোগ দেবেন। অস্ট্রেলিয়ার সিডনিতে ২৪ মে সামিট বসবে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে এধরনের সম্মেলন অস্ট্রেলিয়ায় এই প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৪ মে মোদি, বাইডেন, কিশিদার উপস্থিতিতে বৈঠক হবে সিউনি ওপেরা হাউসে।
গত বছর নির্বাচনে জিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হন আলবানিজ। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে আলবানিজের নেতৃত্বে বসতে চলা সামিট নিয়ে জোর চর্চা চলেছে। প্রধানমন্ত্রী হওয়ার পরেই তিনি জাপান, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও মজবুত করতে উদ্যোগ নেন।
সাংবাদিকদের আলবানিজ বলেছেন, বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির ফলে অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে। বিশ্বের আজকের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নিরাপত্তা সামিটে কথা হবে। আমরা এখন ঘোরতর অনিশ্চয়তাপূর্ণ এক দুনিয়ায় বসবাস করছি। তিনি বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং সমৃদ্ধির লক্ষ্যে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের মতো গুরুত্বপূর্ণ শক্তির সঙ্গে আলোচনায় বসতে চলেছে অস্ট্রেলিয়া। এক বছর পাঁচ মাসের বেশি সময় ধরে রাশিয়া বনাম ইউক্রেনের মধ্যে যে লাগাতার যুদ্ধ চলছে, বিশ্বজুড়ে এর কী প্রভাব পড়েছে, সেবিষয়েও আলোচনা হবে।
অস্ট্রেলিয়ার প্ৰধানমন্ত্রীর দফতর সূত্রে খবর ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার উন্নয়নে মোদি, বাইডেন এবং কিশিদার সঙ্গে অ্যান্টনি আলবানিজ আলোচনা হবে। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, আসিয়ান, প্যাসিফিক আইল্যান্ড ফোরামের মতো আঞ্চলিক প্রতিষ্ঠানের আদলে ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকাকে গড়ে তোলার লক্ষ্যেই এই সম্মেলন।
এবছরের নভেম্বরে, এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের সামিটে যোগ দিতে মার্কিন যপক্তরাষ্ট্রে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর। বাইডেনের সঙ্গেও বৈঠক করার কথা আছে তাঁর। যদিও বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অস্ট্রেলিয়া কোনপক্ষই এখনও কিছু জানায়নি।
প্রধানমন্ত্রী হওয়ার পরবর্তী সময়ে আলবানিজ মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেনের সঙ্গেও অস্ট্রেলিয়ার ঘনিষ্ঠতা বাড়িয়ে তুলতে উদ্যোগী। ২০২২-এর মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন আলবানিজ। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে বৈঠক করেন।
❤ Support Us