Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৭, ২০২৩

নাদালকে স্পর্শ করার মুখে জকোভিচ, পৌঁছে গেলেন অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে

আরম্ভ ওয়েব ডেস্ক
নাদালকে স্পর্শ করার মুখে জকোভিচ, পৌঁছে গেলেন অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে

করোনার ভ্যাকসিন না নেওয়ায় গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নামতে দেওয়া হয়নি নোভাক জকোভিচকে। গত বছর খেলতে না পারার আক্ষেপ এবছর সুদে–আসলে মিটিয়ে নিচ্ছেন এই সার্বিয়ান টেনিস তারকা। দুর্দান্ত টেনিস উপহার দিয়ে পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। ফাইনালে তাঁর সামনে গ্রিসের সিসিপাস। রবিবার সিসিপাসকে হারালেই ২২ তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে নেবেন জকোভিচ। একইসঙ্গে তিনি স্পর্শ করবেন রাফায়েল নাদালকে।
শুক্রবার সেমিফাইনালে প্রতিযোগিতার অবাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের টমি পলকে শেষ দুটি সেটে দাঁড়াতে দেননি জকোভিচ। প্রথম সেটে অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন টমি পল। কিন্তু শেষ পর্যন্ত ৭–৫ ব্যবধানে জিতে নেন জকোভিচ।  তৃতীয় ও তৃতীয় সেটে টমি পলকে একেবারেই উড়িয়ে দেন। ৬–১ ও ৬–২ ব্যবধানে জিতে দশম বার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় পৌঁছে যান এই সার্বিয়ান টেনিস তারকা।
আর একটা ম্যাচ জিতলেই রাফায়েল নাদালকে স্পর্শ করে ফেলবেন জকোভিচ। এই মুহূর্তে তাঁর মোট গ্র‌্যান্ড স্ল্যাম শিরোপা ২১ টি। অন্যদিকে, গ্র‌্যান্ড স্লামের সংখ্যা ২২ টি। রবিবার সিসিপাসকে হারালেই অস্ট্রেলিয়ার ওপেন থেকে ১০ নম্বর ট্রফি নিয়ে বাড়ি ফিরবেন জকোভিচ। ২০২১ সালে ফরাসি ওপেনের ফাইনালে সিসিপাসের মুখোমুখি হয়েছিলেন জকোভিচ। সেই ম্যাচে জিতেছিলেন সার্বিয়ান তারকা। এবারের ফাইনাল সিসিপাসের কাছে প্রতিশোধের ম্যাচ।
এদিকে, অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে উঠে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন জকোভিচ। তিনি বলেন, ‘‌কেরিয়ারের এই পর্যায়ে ম্যাচটা আমার কাছে সবকিছু। সমর্থকদের কাছ থেকে এইরকম উৎসাহ আমার প্রয়োজন ছিল। এটা আমার কাছে বিশ্বের সবচেয়ে সেরা টেনিস কোর্ট। আশা করছি চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরব।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!