- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৭, ২০২৪
অস্ট্রেলিয়ান ওপেনে মুকুট ধরে রাখলেন সাবালেঙ্কা, স্পর্শ করলেন সেরেনার রেকর্ড
দুজনের সামনেই ছিল ইতিহাস তৈরির সুযোগ। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে যদি এরিনা সাবালেঙ্কাকে হারাতে পারতেন কিনওয়েন ঝেং, তাহলে চিনের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জেতার নজির গড়তেন। অন্যদিকে, সাবালেঙ্কার সামনে সুযোগ ছিল সেরেনা উইলিয়ামসের টানা ২ বার অস্ট্রেলিয়ান ওপেন জেতার নজির স্পর্শ করার। ঝেং–কে হারিয়ে বাজিমাত সাবালেঙ্কার। একপেশে ফাইনালে চিনের ঝেং–কে হারিয়ে মরশুমের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন সাবালেঙ্কা।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ঝেং–য়ের থেকে অনেক এগিয়ে সাবালেঙ্কা। সাবালেঙ্কা রয়েছেন ২ নম্বরে, আর ঝেং রয়েছেন ১২ নম্বর স্থানে। তবুও অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এই ফাইনাল ঘিরে টেনিসপ্রেমীদের উত্তেজনা কম ছিল না। প্রতিযোগিতার শুরু থেকে দুর্দান্ত খেললেও ফাইনালে সাবালেঙ্কার সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ঝেং। একপেশে ম্যাচে ঝেং–কে ৬–৩, ৬–২ গেমে উড়িয়ে মুকুট ধরে রাখলেন সাবালেঙ্কা। স্পর্শ করলেন সেরেনা উইলিয়ামসের রেকর্ড। প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে। টানা দু’বার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরেনা। তাঁর সেই কীর্তি স্পর্শ করলেন সাবালেঙকা।
এদিন ম্যাচের শুরু থেকেই দাপট ছিল সাবালেঙ্কার। মাত্র ২ মিনিটেই প্রথম গেম জেতেন। এরপর ঝেং–এর সার্ভিস ভেঙে ২–০ ব্যবধানে এগিয়ে যান। পরে নিজের সার্ভিস ধরে রাখেন। একসময় ৪–১ ব্যবধানে এগিয়ে যান সাবালেঙ্কা। এরপর সাবালেঙ্কার সার্ভিস ব্রেক করে ও নিজের সার্ভিস ধরে রেখে ব্যবধান কমান ঝেং। এরপর আর ঝেং–কে সুযোগ না দিয়ে ৩৩ মিনিটেই প্রথম গেম ৬–৩ ব্যবধানে জিতে নেন সাবালেঙ্কা। দ্বিতীয় সেটে ছন্দ ধরে রেখে ৬–২ ব্যবধানে জেতেন। এই নিয়ে দ্বিতীয়বার গ্র্যান্ডস্ল্যাম জিতলেন সাবালেঙ্কা। দুটিও অস্ট্রেলিয়ান ওপেন।
❤ Support Us