- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২, ২০২৪
আবার টেনিস সার্কিটে ফিরছেন সানিয়া মির্জা, এবার অন্য ভূমিকায়
প্রায় একবছর হতে চলল পেশাদার টেনিসকে বিদায় জানিয়েছেন। অবসর সময়ে শুধু পরিবারকেই সময় দিয়েছেন। পরিবারের সঙ্গে দারুণ সময় কাটালেও টেনিসের কোর্টকে ভুলতে পারছেন না সানিয়া মির্জা। অস্ট্রেলিয়া ওপেন থেকেই তাঁকে দেখা যাবে টেনিসের সার্কিটে। তবে টেনিস ব্যাট হাতে কোর্টে নামবেন না। এবার সম্পূর্ণ অন্য ভূমিকায় কোর্টে ফিরতে চলেছেন সানিয়া। ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে ভারতীয় টেনিস সুন্দরীকে।
সম্প্রতি সোনি টিভির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সানিয়া মির্জা। অস্ট্রেলিয়া ওপেনে ধারাভাষ্য দেবেন। বিশ্লেষকের ভূমিকায় দেখা যাবে সানিয়া মির্জাকে। নোভাক জকোভিচ, সিতসিপাস, নাওমি ওসাকাদের খেলার বিশ্লেষণ করবেন। ১৪ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ান ওপেন শুরু। এই প্রতিযোগিতার মধ্যে দিয়েই প্রায় ১ বছর পর আবার টেনিসের আঙিনায় প্রত্যাবর্তন করতে চলেছেন সানিয়া।
২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর ফেব্রুয়ারিতে পেশাদার টেনিসকে বিদায় জানান সানিয়া মির্জা। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে, সানিয়া মির্জা রোহান বোপান্নার সাথে মিক্সড ডাবলসে শিরোপা জয়ের খুব কাছাকাছি এসেছিলেন। কিন্তু ফাইনালে হেরে খেতাব জয় অধরাই থাকে সানিয়ার। এক বছরে শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। ছেলে ইজহানকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন।
নতুন ইনিংস সম্পর্কে সানিয়া মির্জা বলেন, ‘ধারাভাষ্য দেওয়ার কাজটা আমাকে টেনিসের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করবে। আবার টেনিসের সঙ্গে যুক্ত থাকতে পারব ভেবেই ভাল লাগছে।’ ৬ টি গ্র্যান্ডস্লাম খেতাব জিতেছেন সানিয়া। এরমধ্যে তিনটি ডাবলসে, তিনটি মিক্সড ডাবলসে। ২০০৬ ও ২০১০ এশিয়ান গেমসে সোনাও জিতেছিলেন।
❤ Support Us