Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৪, ২০২৩

বোপান্নাকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের শেষ আটে সানিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
বোপান্নাকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের শেষ আটে সানিয়া

অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়া মির্জার টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা। জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা কি স্মরণীয় করে রাখতে পারবেন তিনি?‌ ডাবলসে আশা শেষ। আগেই বিদায় নিয়েছেন প্রতিযোগিতা থেকে। সম্ভাবনা শুধু টিকে রয়েছে মিক্সড ডাবলসে। সোমবার মিক্সড ডাবলসে রোহন বোপান্নাকে সঙ্গে নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সানিয়া। প্রি–কোয়ার্টার ফাইনালে সানিয়া ও বোপান্না জুটি হারিয়েছে উরুগুয়ের এরিয়েল বেহার ও জাপানের মাকাতো নিনোমিয়াকে। ম্যাচের ফল ৬–৪, ৭–৬ (‌১১–৯)‌।
বেহের ও ও নিনোমিয়া জুটির বিরুদ্ধে দারুণ শুরু করেছিলেন সানিয়া ও বোপান্না। প্রথমে নিজেদের সার্ভিস ধরে রাখার পাশাপাশি বেহার ও নিনোমিয়ার সার্ভিস ব্রেক করে এগিয়ে যান। তারপরেই সানিয়াদের সার্ভিস ব্রেক করে ২–২ করে ফেলেন নিনোমিয়ারা। প্রথম সেট যখন ৩–৩  তখন সানিয়া ও বোপান্না বিপক্ষের সার্ভিস ভেঙে এগিয়ে যান। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সানিয়াদের। শেষ পর্যন্ত প্রথম সেট ৬–৪ চার ব্যবধানে জিতে নেন।
দ্বিতীয় সেটে লড়াই দারুন জমে উঠেছিল। ৩–৩ অবস্থায় উরুগুয়ে ও জাপানি জুটির সার্ভিস ভেঙে এগিয়ে যান সানিয়ারা। পরক্ষণেই সানিয়াদের সার্ভিস ভেঙে ৪–৪ করে ফেলে বেহার ও নিনোমিয়া জুটি। শেষ পর্যন্ত দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারেও হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ১১–৯ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান সানিয়া ও বোপান্না। কোয়াটার ফাইনালে এই ভারতীয় জুটি খেলবে লাটভিয়া ও স্পেনের জুটি জেলেনা ওস্তাপেঙ্কো ও ডেভিড ভেগার বিরুদ্ধে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!