- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৮, ২০২৩
ত্রয়োদশীর বিশ্ব রেকর্ড। স্কেটবোর্ডে ৭২০ ট্রিক, বিশ্বের প্রথম মহিলা হিসেবে ট্রুর কীর্তি

নজির গড়লেন অস্ট্রেলিয়ার স্কেটবোর্ডার আরিশা ট্রু। বিশ্বের প্রথম মহিলা স্কেটবোর্ডার হিসেবে ৭২০ ট্রিক সম্পূর্ণ করেছে সে।
স্কেট বোর্ড নিয়ে শূন্যে দুবার সম্পূর্ণ ভোল্ট খাওয়াই এই খেলায় ৭২০ ট্রিক হিসেবে পরিচিত ।
শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটিতে অনুষ্ঠিত টনি হক বাট অ্যালার্ট ইভেন্টে, বিশ্ব রেকর্ড গড়েছে ১৩ বছর বয়সী আরিশা ট্রু। তার এই বিশ্বরেকর্ডের ঘূর্ণন কৌশলটি সকলের নজর কেরেছে। ১৯৮৫ সালে টনি হক প্রথম এই কৌশলটি অবলম্বন করেছিলেন। এরপর দীর্ঘদিন স্কেটবোর্ডাররা এই বিরল ৭২০ কৌশল অবলম্বন করতে পারেননি।
বিশ্বরেকর্ড গড়ে দারুণ উত্তেজিত ১৩ বছর বয়সী আরিশা ট্রু। বলেছে, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে, ৭২০ ট্রিক আমি সম্পূর্ণ করতে পেরেছি। যারা আমাকে এই জায়গায় পৌঁছতে সাহায্য করেছে, তাদের অসংখ্য ধন্যবাদ। বিশ্বের প্রথম মহিলা হিসেবে ৭২০–এ অবতরণ করে পেয়ে দারুণ উত্তেজিত। দর্শকরা আমাকে উৎসাহ না দিলে এটা করতে পারতাম না।’
এই মুহূর্তে বিশ্বে ১৪ তম স্থানে রয়েছে আরিসা ট্রু। আগামী বছর প্যারিস অলিম্পিক গেমসে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করবে এই ত্রয়োদশী। সেই লক্ষ্যে রবিবার যুক্তরাষ্ট্রের টনি হক ভার্ট অ্যালার্ট ইভেন্টে অংশগ্রহণ করেছিল সে। স্কেট বোর্ডিংয়ের ক্ষেত্রে এই ৭২০ ট্রিক এখনও বিরল। স্কেটিংয়ের কৌশলগুলির মধ্যে সবচেয়ে এটা কঠিন। এই কৌশলে শূন্যে ভাসমান অবস্থায় ৯০০ ডিগ্রী ব্যাকসাইড স্পিন করে অবতরণ হয়।
❤ Support Us