- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৯, ২০২৩
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়াকে ৫ বার বিশ্বকাপ জেতানো অধিনায়ক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মেগ ল্যানিং। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও অবশ্য ঘরোয়া ক্রিকেট খেলবেন তিনি। বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সকেও নেতৃত্ব দেবেন।
২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মেগ ল্যানিংয়ের। ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নেতৃত্ব দিয়ে পাঁচটি বিশ্বকাপ জিতিয়েছেন। আর দেশের জার্সি গায়ে মোট বিশ্বকাপ জিতেছেন ৭ বার। অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর ল্যানিং বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত খুবই কঠিন। তবে আমার কাছে মনে হয়েছে সরে যাওয়ার এটাই সেরা সময়। ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট দারুণভাবে উপভোগ করেছি। নিজেকে যথেষ্ট সৌভাগ্যবান মনে হচ্ছে। অধিনায়ক হিসেবে দেশকে ৫ বার বিশ্বকাপ এনে দিতে পেরে আমি গর্বিত। সতীর্থদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো খুব মিস করব।’
দেশের হয়ে ১০৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেগ ল্যানিং। রান করেছেন ৪৬০৩। টি২০ ম্যাচ খেলেছেন ১২৩টি। রান করেছেন ৩৪০৫। আর টেস্ট খেলেছেন ৬টি। টেস্টে ল্যানিংয়ের রান ৩৪৫। তাঁর নেতৃত্বেই ৫ বার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে সাতবার। এর মধ্যে দুটি একদিনের বিশ্বকাপ এবং পাঁচটি টি২০।
কমনওয়েলথ গেমসে দেশকে সোনার পদকও এনে দিয়েছিলেন। ২০১৪ সালে মাত্র ২১ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক হন। দেশকে মোট ১৮২ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ল্যানিং। মাত্র ১৮ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেন ল্যানিং। যা অস্ট্রেলিয়ার পুরুষ ও মহিলা ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে এর আগে কয়েকবার সাময়িকভাবে সরে দাঁড়িয়েছিলেন ল্যানিং। ২০২২ সালে কমনওয়েলথ গেমসের পর ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে ভারত সফরেও আসেননি। খেলেননি। এবছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশকে টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার পরও আর মাঠে নামেননি। চোটের জন্য ইংল্যান্ড সফরে খেলেননি। ফিট হয়ে উঠেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ ও একদিনের সিরিজে খেলেননি ল্যানিং।
❤ Support Us