Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ৩০, ২০২৪

প্যারিস প্যারালিম্পিকেও শুটিংয়ে জয়জয়কার, তিনটি পদক এল ভারতের ঘরে

আরম্ভ ওয়েব ডেস্ক
প্যারিস প্যারালিম্পিকেও শুটিংয়ে জয়জয়কার, তিনটি পদক এল ভারতের ঘরে

প্যারিস অলিম্পিকে শুটিংয়ের হাত ধরেই প্রথম পদক এসেছিল ভারতের। প্যারালিম্পিকেও সেই একই ছবি। শুটারদের হাত ধরেই এদিন তিনটি পদক এল ভারতের ঘরে। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জিতলেন অবনী লেখরা। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল। আর পুরুষদের প্যারা শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ১ ইভেন্টে মণীশ নারওয়াল রুপো জিতেছেন।
যোগ্যতা অর্জন পর্ব থেকেই দুরন্ত পারফরমেন্স করেন অবনী। ৬২৫.৮ স্কোর করে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালের ছাড়পত্র পান। ফাইনালে অবশ্য বাজিমাত করেন এই ভারতীয় শুটার। ২৪৯.৭ স্কোর করে সোনা জেতেন। টোকিও প্যারালিম্পিকেও সোনা জিতেছিলেন অবনী। টোকিওর পর এবার প্যারিসেও সোনা জিতে ইতিহাস গড়লেন এই ভারতীয় প্যারা শুটার। এদিন টোকিওতে শুধু সোনাই জেতেননি অবনী, নিজের রেকর্ডও ভেঙে দিয়েছেন। টোকিও প্যারাঅলিম্পিকে ২৪৯.৬ স্কোর ছিল তাঁর জীবনের সেরা। প্যারিসে স্কোর করেছেন ২৪৯.৭। ২০২২ সালে ফ্রান্সে অনুষ্ঠিত প্যারা শুটিং বিশ্বকাপেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন অবনী।
এদিকে যোগ্যতা অর্জন পর্বে মোনা আগরওয়াল খুব ভাল ফল করতে না পারলেও ফাইনালে বাজিমাত করেন। ৬২৩.১ স্কোর করে পঞ্চম স্থানে শেষ করে ফাইনালে টিকিট নিশ্চিত করেন। ফাইনালে ২২৮.৭ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন মোনা। জোড়া পদক দিয়েই ভারতের পদক প্রাপ্তির সূচনা হল। এই বিভাগে রুপো পেয়েছেন দক্ষিণ কোরিয়ার উনরি লি। দ্বিতীয় স্থানে থাকা কোরিয়ান শুটারের স্কোর ২৪৬.৮। এই ইভেন্টের ফাইনালে টানটান লড়াইয়ে কোরিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারালেন অবনী। একেবারে শেষ শটে পদকের নিস্পত্তি হয়। প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিকে পরপর ২টি সোনা জিতলেন অবনী লেখরা।
প্যারা শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ১ ইভেন্টে মণীশ নারওয়াল রুপো জিতেছেন। ফাইনালে ২৩৪.৯ স্কোর করে রুপোর পদক জিতেছেন ভারতীয় এই প্যারা শুটার। ২০২০ সালে টোকিও প্যারালিম্পিকে সোনা জিতেছিলেন মণীশ। এবার সোনা ধরে রাখতে না পারলেও দেশকে পদক এনে দিয়েছেন। তবে টোকিওতে ৫০ মিটার ইভেন্টে সোনা জিতেছিলেন। এবার ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ১ ইভেন্টে সোনা জিতলেম মণীশ। যোগ্যতা অর্জন পর্বে ৫ নম্বরে শেষ করেছিলেন মনীশ। কিন্তু ফাইনাল দুরন্ত প্রত্যাবর্তন।
মহিলাদের ১০০ মিটার টি৩৫ ইভেন্টেও পদক এসেছে ভারতের ‍ঘরে। ব্রোঞ্জ জিতেছেন প্রীতি পাল। প্যারালিম্পিকে প্রথমবার এই ইভেন্ট থেকে পদক জিতলেন ভারতের কোনও অ্যাথলিট। উত্তরপ্রদেশের প্রীতি ১৪.২১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। সোনা জিতেছেন চীনের জিয়া ঝৌ। তিনি সময় নিয়েছেন ১৩.৫৮ সময়ে। রুপো চীনেরই কিয়ানকিয়ান গুয়োর। তিনি সময় নিয়েছেন ১৩.৭৪ সেকেন্ড।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!