- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২০, ২০২৪
আইপিএলে প্রথম ম্যাচে নেই বিশ্বের ১ নম্বর টি২০ ব্যাটার, সমস্যায় মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্দরমহলের পরিবেশ এই মুহূর্তে যে খুব ভাল, সেকথা বলা যাবে না। নেতৃত্ব নিয়ে হার্দিক পান্ডিয়ার সঙ্গে রোহিত শর্মার ঠান্ডা লড়াই চলছে। দীর্ঘদিন দুজনের মধ্যে কথা হয়নি। এমনকী সোমবার অনুশীলনে দুজনে মুখোমুখি হলেও কথা হয়নি। এই পরিস্থিতিতে সমস্যা আরও বাড়ল। সূর্যকুমার যাদবকে ছাড়াই আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। কবে থেকে তিনি খেলতে পারবেন, তাও নিশ্চিত নয়।
গতবছর দক্ষিণ আফ্রিকা সফরে গোড়ালিতে চোট পেয়েছিলেন। দেশে ফিরে অস্ত্রোপচার করেছিলেন। এরপর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু হয়। মুম্বই টিম ম্যানেজমেন্ট আশা করেছিল আইপিএলের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন সূর্যকুমার যাদব। মঙ্গলবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্ট হয় সূর্যকুমার যাদবের। তাঁর ফিটনেসে সন্তুষ্ট নন জাতয়ী ক্রিকেট অ্যাকাডেমির ফিজিওরা। তাই তাঁকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়নি। ফলে ২৪ মার্চ আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারবেন না বিশ্বের ১ নম্বর টি২০ ব্যাটার।
প্রথম ম্যাচে মাঠে নামতে না পারলেও আইপিএলে খেলতে পারবেন সূর্যকুমার। বৃহস্পতিবার আবার তাঁর ফিটনেস টেস্ট হবে। সেই পরীক্ষায় পাশ করলে মাঠে নামতে পারবেন সূর্য। মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের আশা, দ্বিতীয়বার পরীক্ষায় উত্তীর্ণ হবেন সূর্য। লোকশ রাহুল, শ্রেয়স আয়ারদের ওপর শর্ত চাপিয়ে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। এখন দেখার সূর্যর ওপর তেমন কোনও শর্ত চাপায় কিনা।
❤ Support Us