Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৭, ২০২৪

প্যারিস অলিম্পিকে পদক জয়ের স্বপ্নে ধাক্কা, ভারতের মূল দলে ব্রাত্য বাংলার ঐহিকা মুখার্জি

আরম্ভ ওয়েব ডেস্ক
প্যারিস অলিম্পিকে পদক জয়ের স্বপ্নে ধাক্কা, ভারতের মূল দলে ব্রাত্য বাংলার ঐহিকা মুখার্জি

প্যারিস অলিম্পিকে পদক জয়ের স্বপ্নে ধাক্কা খেল ঐহিকা মুখার্জির। ভারতীয় মহিলা টেবিল টেনিসের মূল দলে ব্রাত্য বাংলার তারকা ঐহিকা মুখার্জি। তাঁকে রিজার্ভে রাখা হয়েছে। সাম্প্রতিককালে দুর্দান্ত ফর্মে রয়েছেন ঐহিকা মুখার্জি। তা সত্ত্বেও তিনি মূল দলে জায়গা না পাওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। অলিম্পিকে ভারতীয় মহিলা দলকে নেতৃত্ব দেবেন মনিকা বাত্রা। পুরুষ দলের নেতৃত্বে বর্ষীয়ান অচিন্ত্য শরথ কমল।
সম্প্রতি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বিশ্বের প্রথম ২৫ জনের মধ্যে ঢুকে পড়ে ইতিহাস গড়েছেন মনিকা বাত্রা। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় তিনি রয়েছেন ২৪ নম্বরে। প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে মনিকা ২৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন। তাঁর নেতৃত্বেই অলিম্পিকে নামবে ভারতীয় দল। মনিকা ছাড়াও ভারতীয় মহিলা দলে রয়েছেন শ্রীজা আকুলা ও অর্চনা কামাথ। আর রিজার্ভ সদস্য হিসেবে প্যারিস যাবেন ঐহিকা মুখার্জি। দলে থাকা কোনও খোলায়াড় চোট পেলে তিনি খেলার সুযোগ পাবেন।
কিছুদিন আগে বিশ্বের একনম্বর তারকা চীনের সুন ইয়েংসাকে হারিয়ে চমক দিয়েছিলেন ঐহিকা মুখার্জি। তা সত্ত্বেও অলিম্পিকে ভারতের মূল দলে তাঁর জায়গা হয়নি। ফেডারেশনের যুক্তি, বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে অর্চনা কামাথ যথেষ্ট ভাল পারফরমেন্স করেছে। তাই তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। তাছাড়া ঐহিকার থেকে অর্চনা বিশ্ব র‌্যাঙ্কিংয়েও এগিয়ে রয়েছেন। অর্চনা রয়েচেন ১০৩ নম্বরে, অন্যদিকে ঐহিকা রয়েছেন ১৩৬ নম্বরে।
জাতীয় র‌্যাঙ্কিংয়ে ২০২৩ সালের শেষে ২ নম্বরে ছিলেন ঐহিকা। আর অর্চনা ছিলেন ৩ নম্বরে। চোটের জন্য বেশ কয়েকটা প্রতিযোগিতায় না নামায় ক্রমতালিকায় পিছিয়ে যান ঐহিকা। ভিসা সমস্যার জন্য আবার কয়েকটা প্রতিযোগিতায় যেতে পারেননি। ফলে র‌্যাঙ্কিংয়ে অর্চনার থেকে পিছিয়ে পড়েন ঐহিকা। সেটাই তাঁর সামনে বাধা হয়ে দাঁড়াল। কারণ, ফেডারেশন র‌্যাঙ্কিংকেই গুরুত্ব দিয়েছে। মনিকা বাত্রার সঙ্গে অর্চনার ডাবলস জুটিও তাঁর পক্ষে গিয়েছে। দু’‌জনে মিলে বিশ্ব স্তরে বেশ কয়েকটা প্রতিযোগিতায় খেলেছেন। বর্তমানে এই জুটি র‌্যাঙ্কিংয়ে ৪ নম্বরে রয়েছেন। তাঁদের খেলার ধরন অনেকটা একই রকম। নির্বাচকরা এই বিষয়টাকেও গুরুত্ব দিয়েছেন। ভারতীয় পুরুষ টিটি দল নিয়ে অবশ্য সমস্যা নেই। পুরুষ দলকে নেতৃত্ব দেবেন শরথ কমল। তিনি ছাড়াও পুরুষদের দলে রয়েছেন হরমিত দেশাই ও মানব ঠক্কর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!