- দে । শ
- নভেম্বর ১১, ২০২৩
২৪ লক্ষ মাটির প্রদীপে অযোধ্যায় দীপোৎসব উদযাপন
২৪ লক্ষ মাটির প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে দীপাবলি উৎসবকে স্মরণীয় করে রাখল অযোধ্যার যোগী আদিত্যনাথের সরকার। গত বছর এই দীপোৎসবে ১৬ লক্ষ মাটির প্রদীপে সরযূ নদীর তীর এবং অযোধ্যার গুরুত্বপূর্ণ মন্দিরগুলি আলোকিত হয়েছিল। এবার রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে ২৪ লক্ষ মাটির প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে সরযূ নদীর তীর ও মন্দির শহরের গুরুত্বপূর্ণ মন্দিরগুলো আলোকিত করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই রাজকীয় দীপোৎসব অযোধ্যার পূর্বেকার সব উৎসবকে ছাপিয়ে যাবে বলে ঘোষণা করেছিলেন যোগী আদিত্যনাথ। বিশ্বের আর কোথাও আগে এক সঙ্গে এতোগুলি মাটির প্রদীপ জ্বালানো হয়নি। সেদিক থেকে এই ২৪ লক্ষ মাটির প্রদীপ প্রজ্জলিত করে মন্দির শহর অযোধ্যার সরযূ নদীর তীর ও গুরুত্বপূর্ণ মন্দির আলোকিত করা সত্যিই বিশ্ব রেকর্ড।
উত্তরপ্রদেশের মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার কয়েকদিন পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, রাজ্যে রাম মন্দির তৈরি করে মানুষের কাছে প্রতিশ্রুতি পূূরণ করতে চলেছে এবং এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য মন্দির শহর অযোধ্যায় দীপাবলির প্রাক্কালে ২৪ লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে সরযূ নদীর তীর এবং গুরুত্বপূর্ণ মন্দিরগুলি আলোকিত করা হবে। সেই কাজ
এই উপলক্ষে স্রষ্টা ও ভক্তদের একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেছিলেন, ২০১৭ সালে যখন তিনি দীপোৎসব অর্থাৎ মাটির প্রদীপ জ্বালানোর এই উৎসব শুরু করতে মন্দির শহরে গিয়েছিলেন, তখন তাঁর কাছে সাধারণ মানুষ রাম মন্দির নির্মাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি চেয়েছিলেন।
তার পর থেকে গত কয়েক বছরে মুখ্যমন্ত্রী রাজ্যের ধর্মস্থানগুলিকে পরিকাঠামোগতভাবে তালিকা ধরে উন্নতির কাজ করেছেন এবং অযোধ্যাকে সারা বিশ্বে পরিচিত করে তুলবেন। সেই কাজ তালিকা ধরে যোগী আদিত্যনাথ তাঁর রাজ্যে করেছেন। তিনি বলেছিলেন ২০১৪ এর জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধন হবে। তার পর মন্দির শহরটি দ্রুত বিকাশের সাক্ষী হয়ে উঠবে। অযোধ্যায় অনেক বড় বড় প্রকল্প চালু হবে, ফলে অনেক কর্মসংস্থান হবে।
২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে, ২২ জানুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করতে চলেছেন। এই কাজটির মাধ্যমে যে বিজেপি রাজনৈতিক ডিভিডেন্ড নিতে চলেছে সেটা মন্দির উদ্বোধনের সময় নিবাচনই বলে দিচ্ছে।
❤ Support Us