- দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৩১, ২০২৩
ব্রিজভূষণের সমর্থনে অযোধ্যায় সাধু সমাবেশ

মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তায় অভিযুক্ত ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের শাস্তির জন্য ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা পথে নেমেছেন। কুস্তিগীরদের সমর্থনে এগিয়ে এসেছেন দেশের বিশিষ্টজনরা। সমর্থন জানিয়ে পথে নেমেছেন কৃষক নেতারাও। গোটা দেশ উত্তাল, অন্য ছবি উত্তরপ্রদেশের অযোধ্যায়। আগামী সপ্তাহে ব্রিজভূষণ শরণ সিংয়ের সমর্থনে সমাবেশ করতে চলেছে সাধুরা।
৫ জুন অযোধ্যার রাম কথা পার্কে এই সভা অনুষ্ঠিত হবে। ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সহকারী সুভাষ সিং সংবাদসংস্থা পিটিআই–কে বলেন, দেশের সিনিয়র সাধু ও দরবেশদের আহ্বানে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। হরিদ্বার, কাশী, মথুরা এবং দেশের অন্যান্য উপাসনালয়সহ বিভিন্ন স্থান থেকে সাধুরা সমাবেশে যোগ দেবেন। এছাড়া দেশের অন্যান্য ধর্মীয় স্থানের সাধুরাও সমাবেশে আসবেন। আমরা পসকো আইনেরও বিরোধিতা করব। কারণ এই আইনে অনেক ত্রুটিপূর্ণ ধারা রয়েছে।’
কিছুদিন আগে ব্রিজভূষণ শরণ শিং বলেছিলেন, তিনি সরকারের কাছে আর্জি জানাবেন পসকো আইনের সংশোধন করার জন্য। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়াসহ দেশের শীর্ষ কুস্তিগীররা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এবং তাঁকে গ্রেপ্তারের দাবি করছেন ৷
ব্রিজভূ্যণ আবার সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, আমি নিজেকে ফাঁসি দেব। কুস্তিগীরদের কাছে যদি কোনও প্রমাণ থাকে, তাহলে তারা আদালতে পেশ করুক, আমি যে কোনও শাস্তি মেনে নিতে তৈরি।’ পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে বেশ কিছুদিন আগেই তদন্ত শুরু করেছে। ১৫ দিনের মধ্যেই তাঁরা রিপোর্ট জমা দেবে।
❤ Support Us