- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৬, ২০২৩
ভিভ, কোহলি, আমলাদের পেছনে ফেলে বিশ্বরেকর্ড বাবর আজমের
পাকিস্তানের ক্রিকেটে নতুন পালক। এই প্রথম আইসিসি–র একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছল। শুক্রবার করাচিতে নিউজিল্যান্ডকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারানোর পর শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। আর এই ম্যাচে দ্রুততম ৫০০০ রানের রেকর্ড করলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পেছনে ফেলে দিয়েছেন হাসিম আমলা, ভিভ রিচার্ডস এবং বিরাট কোহলিকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগেই সিরিজ জিতে গেছে পাকিস্তান। চতুর্থ একদিনের ম্যাচেও জিতল ১০২ রানে। প্রথমে ব্যাট করে বাবর আজমের ১১৭ বলে ১০৭ রানের দুরন্ত ইনিংস পাকিস্তানকে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৪ রানে পৌঁছে দেয়। জবাবে ৪৩.৪ ওভারে ২৩২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম সর্বোচ্চ রান করেন। তিনি করেন ৬০ রান। পাকিস্তানের লেগস্পিনার ওসামা মির জীবনের সেরা বোলিং করে ৪৩ রানে ৪ উইকেট তুলে নেন। দুই জোরে বোলার মহম্মদ ওয়াসিম ৪০ রানে ৩টি ও হ্যারিস রউফ ৩৭ রানে ২ উইকেট নেন। এই জয়ের সুবাদে ৫ ম্যাচের সিরিজে ৪–০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
২০০৫ সালে একদিনের ক্রিকেটের প্রথম র্যাঙ্কিং ব্যবস্থা চালু করে আইসিসি। র্যাঙ্কিং স্বীকৃতি দেওয়ার পর এই প্রথম পাকিস্তান শীর্ষে উঠে এল। এর আগে পাকিস্তানের সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল তৃতীয় স্থান। ২০১৮ সালের জানুয়ারিতে তিন নম্বরে উঠে এসেছিল। এরপর ২০২২ সালের জুন মাসে আবার এই কৃতিত্ব অর্জন করেছিল।
এদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ৫ হাজার রান পূর্ণ করেছেন। তিনি ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার হাসিম আমলার রেকর্ড। বাবর আজম ৯৯ টি একদিনের ম্যাচের ৯৭তম ইনিংসে পাঁচ হাজার রানে পৌঁছলেন। হাসিম আমলা ১০৪ ম্যাচে ১০১ ইনিংসে পাঁচ হাজার নামের মাইলস্টোনে পৌঁছেছিলেন। বিরাট কোহলি আর ভিভ রিচার্ডস ৫০০০ রানের মাইলস্টোনে পৌঁছেছিলেন ১১৪ ইনিংসে। ১৪ নম্বর পাকিস্তানী ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে পাঁচ হাজার রান পূর্ণ করলেন বাবর আজম।
❤ Support Us