- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২২, ২০২৪
গেইলের রেকর্ড ভেঙে টি২০ ক্রিকেটে দ্রুততম ১০ হাজার বাবর আজমের
ক্রিস গেইলের রেকর্ড ভেঙে টি২০ ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের মালিক হয়ে গেলেন পাকিস্তানের প্রাক্তন তারকা বাবর আজম। বুধবার পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের বিরুদ্ধে তিনি ১০ হাজার রানের মাইলস্টোনে পৌঁছন। টি২০ ক্রিকেটে বিশ্বের ১৩ নম্বর ব্যাটার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করলেন পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক।
বুধবার পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমি ও করাচি কিংসের খেলা ছিল। পেশোয়ার জালমির হয়ে ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলেন বাবর আজম। এই রান করার পথে তিনি ১০ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে যান। যদিও তাঁর দলকে হারতে হয়। ১০ হাজার রানে পৌঁছতে বাবরের দরকার ছিল ৬ রান। ইনিংসের দ্বিতীয় ওভারে মির হামজার বলে ২ রান নিয়ে মাইলস্টোনে পৌঁছে যান বাবর।
২০১২ সালে পাকিস্তান টি২০ কাপে লাহোরের হয়ে ফয়সালাবাদের বিপক্ষে এই ফরম্যাটে অভিষেক হয়েছিল বাবরের। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে ২৭১ ইনিংসে ১০ হাজার রান পূর্ণ করলেন বাবর আজম। অন্যদিকে ক্রিস গেইল ২৮৫ ইনিংসে ১০ হাজার রানের মাইলস্টোনে পৌঁছেছিলেন। সময়ের দিক দিয়েও গেইলকে ছাপিয়ে গেছেন বাবর আজম। ১১ বছর ৮২ দিনে তিনি ১০ হাজার রানে পৌঁছেছেন। আর গেইল সময় নিয়েছিলেন ১১ বছর ২১৫ দিন।
টি২০ ক্রিকেটে এই মুহূর্তে বাবরের রান ১০০৬৬। গড় ৪৩.৯৫। স্ট্রাইক রেট ১২৮.৯০ স্ট্রাইক রেট। সব মিলিয়ে টি২০ বাবরের সেঞ্চুরির সংখ্যা ১০। রয়েছেন দ্বিতীয় স্থানে। ২২টি সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন ক্রিস গেইল।
❤ Support Us