শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বিশ্বের টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগে আইপিএল থেকে সবচেয়ে বেশি আয় করেন ক্রিকেটাররা। তারপর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ক্রিকেট লিগে। এছাড়া ইংল্যান্ড ক্রিকেট লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ রয়েছে। তবে পাকিস্তান প্রিমিয়ার লিগে ক্রিকেটাররা খুব বেশি আয় করেন না। পিএসএলে ক্রিকেটাররা যা অর্থ পান, তার থেকে অনেক বেশি অর্থ পাচ্ছেন স্মৃতি মান্ধানারা।
মহিলাদের আইপিএলের নিলামে সবথেকে বেশি টাকা পেয়েছেন ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। তাঁকে ৩.৪০ কোটি টাকায় কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার হয়ে ইতিহাস তৈরি করেছেন স্মৃতি। ফ্র্যাঞ্চাইজি লিগে ভারতীয় মহিলা দলের এই সহ–অধিনায়ক অর্থ উপার্জনের দিক দিয়ে পিছনে ফেলে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকেও।
পিএসএলে সেরা ক্রিকেটারদের আয় ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ ১.৪০ কোটি। সেই তুলনায় ভারতের মহিলাদের প্রিমিয়ার লিগে স্মৃতি মান্ধারারা বাবর আজমদের থেকে অনেক বেশি অর্থ উপার্জন করবেন। পাকিস্তানের প্রিমিয়ার লিগে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা পান ১.৪০ কোটি টাকা। মহম্মদ রিজোয়ান, শাদাব খান, ইফতিখার আমেদ, শোয়েব মালিকদের আয় আরও কম। সেই জায়গায় ভারতের মহিলাদের প্রিমিয়ার লিগে রেনুকা সিং (১.৫০ কোটি), রিচা ঘোষ (১.৯০ কোটি), হরমনপ্রীত কাউর (১.৮০ কোটি), বেথ মুনি (গুজরাট জায়ান্ট, ২ কোটি), সোফি একলেস্টোন (ইউপি ওয়ারিয়র্স, ১.৮০ কোটি), এলিসে পেরি (রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ১.৭০ কোটি), তাহলিয়া ম্যাকগ্রাথরা (ইউপি ওয়ারিয়র্স, ১.৪০ কোটি) বেশি আয় করছেন।
স্মৃতি মান্ধানা তো এদেরও ওপরে। নিলামে তাঁকে ৩.৪০ কোটি টাকায় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার হয়ে ইতিহাস গড়েছেন স্মৃতি মান্ধানা। স্মৃতি মান্ধানা ছাড়াও তিন কোটি উপরে দর উঠেছে অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনারের। ৩.২০ কোটি টাকায় তাঁকে তুলে নিয়েছে গুজরাট জায়ান্টস। অন্যদিকে, ন্যাট স্কিভারকেও একই অর্থে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34